থাং কুংহোং ১৯৭৯ সালের ৫ মার্চ চীনের শানতোং প্রদেশের ইয়ানথাই শহরে জন্মগ্রহণ করেন। সংগীত, বই পড়া তাঁর সখের বিষয়। তাঁর সর্বশ্রেষ্ঠ সাফল্য হচ্ছে ২০০২ সালে বিশ্ব নারী ভারোত্তোলন চ্যাম্পিয়নশীপে ৭৫ কেজি জার্ক দফায় চ্যাম্পিয়শীপ লাভ।
তিনি ১৯৯৪ সালের জানুয়ারী মাসে শানতোং প্রদেশের ওয়েহাই শহরের অনুশীলন ঘাঁটিতে ভারোত্তোলন অনুশীলন শুরু করেন। তখন তাঁর কোচ ছিলেন থেং ছিং; ১৯৯৮ সালে তিনি চীনের জাতীয় প্রশিক্ষণ দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ থেং ছিং।
২০০১ সালে চীনের নবম জাতীয় গেমসে তিনি ৭৫ কেজির মোট পয়েন্ট দফায় চ্যাম্পিয়ন হন। ২০০২ সালে বুশান এশীয় গেমসে তিনি ৭৫ কেজির মোট পয়েন্ট দফায় চ্যাম্পিয়ন হন। ২০০২ সালে বিশ্ব নারী ভারোত্তলন চ্যাম্পিয়নশীপে তিনি ৭৫ কেজির জার্ক, স্ন্যাচ এবং মোট পয়েন্ট দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সাল এবং ২০০৪ সালে এশীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশীপে তিনি ৭৫ কেজির স্ন্যাচ, জার্ক ও মোট পয়েন্ট দফায় চ্যাম্পিয়ন হন।
২০০১ সালে কুয়াংতোংয়ে অনুষ্ঠিত চীনের জাতীয় গেমসে তিনি ৩১২.৫ কেজি উঠিয়ে পঞ্চম জাতীয় রেকর্ড সৃষ্টি করেন। ২০০২ সালে বুশান এশীয় গেমসে তিনি ১৬৫.৫ কেজি নিয়ে নারীদের ৭৫ কেজির জার্কের বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন। ২০০৩ সালে ছিন হোয়াংতাও এশীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশীপে তিনি ১৬৮ কেজি নিয়ে নারীদের ৭৫ কেজির জার্কে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন। ২০০৪ সালে কাজাখস্তান এশীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশীপে তিনি ১৭৮ ও ৩০২.৫ কেজি নিয়ে নারীদের ৭৫ কেজির জার্ক ও মোট পয়েন্টের বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন।
|