২৯ নভেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের উপপ্রধান ওয়াং ঝায় সি নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রবাসীচীনাদের স্বাধীন তাইওয়ান প্রত্যশী শক্তির বিরোধীতায় অবদান রাখার আহ্বান জানিয়েছেন । নিউইয়র্কে প্রবাসীচীনাদের সঙ্গে আলোচনার সময় তিনি এই কথা বলেছেন । তিনি উল্লেখ করেছেন , স্বাধীন তাইওয়ানপন্থী শক্তি কখনও তাদের বিচ্ছিন্নতাবাদী তত্পরতা বন্ধ করে নি , তাই এই শক্তির বিরোধীতা পরবর্তীকালে প্রণালীর দুই পারের স্বদেশীয় ও সমস্ত চীনাদের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য ।
ওয়াং ঝায় সি বলেছেন , প্রবাসীচীনারা মূলভূভাগ ও তাইওয়ানের সম্পর্ক প্রসার আর মাতৃভূমির একায়ন তরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ শক্তি । তিনি আশা করেন , যুক্তরাষ্ট্রের প্রবাসীচীনারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলের ব্যক্তিদের তাইওয়ান সমস্যা ও চীন সরকারের তাইওয়ান নীতি ব্যাখ্যা করবেন এবং তাইওয়ানবাসীদের সঙ্গে যোগাযোগ করবেন ।
|