২৯ নভেম্বর হারবিন পৌর সরকারের আয়োজিত একটি তথ্য জ্ঞাপন সভা সূত্রে জানা গেছে , শহরটির অল্প কিছু অংশ ছাড়া হারবিন শহরের বেশীর ভাগ জায়গায় পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে , পানির গুনমান রাষ্ট্রের নির্ধারিত মানদন্ডেপৌচেছে ।
হারবিন শহরের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের চার লক্ষছাত্রছাত্রী৩০ নভেম্বর থেকে স্কুলে ফিরে গিয়েছে । সোং হুয়া নদীর দুষিত পানি নিম্ন অববাহিকার দিকে প্রবাহিত হচ্ছে , এ পর্যন্তনাগরিকদের মধ্যে কেউ বিষ ক্রিয়ার শিকার হন নি ।
অন্য একটি খবরে বলা হয়েছে , হারবিন শহরের পানির দ্বিতীয় উত্স-- মোফানসান জলাধার নির্মাণ প্রকল্পের ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে । আগামী বছর থেকে এই জলাধার হারবিন শহরে পানি সরবরাহ করবে ।
|