v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-30 15:16:59    
মা লিন

cri
    মা লিন ১৯৮০ সালের ১৯ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। সংগীত, বই পড়া, গল্প করা তাঁর সখের বিষয়।

    ১৯৮৬ সালে তিনি পিংপং অনুশীলন শুরু করেন, তখন তাঁর কোচ ছিলেন ইয়াং সেনলি; ১৯৯০ সালে তিনি কুয়াংতোং প্রদেশের প্রাদেশিক দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছিলেন ফান দিই; ১৯৯৪ সালে তিনি চীনের জাতীয় দলে প্রবেশ করেন।

    ১৯৯৫ সালে তিনি চীনের জাতীয় তরুন পিংপং গেমসে পুরুষদের একক দফায় চ্যাম্পিয়ন হন। ১৯৯৬ সালে তিনি চীনের জাতীয় তরুন পিংপং গেমসে পুরুষদের একক ও দলগত দফায় চ্যাম্পিয়ন হন। ১৯৯৬ সালে জাতীয় যুবক পিংপং গেমসে তিনি পুরুষদের দলগত দফায় চ্যাম্পিয়ন এবং একক দফায় রানার্স-আপ হন। ১৯৯৬ সালে এশীয় কাপে পুরুষদের একক দফায় চ্যাম্পিয়ন, এশীয় চ্যাম্পিয়নশীপে মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন ও একক দফায় তৃতীয় হন। ১৯৯৭ সালে আষ্ট চীনের জাতীয় গেমসে তিনি পুরুষদের দলগত দফায় চ্যাম্পিয়ন ও একক দফায় রানার্স-আপ হন। ১৯৯৭ সালে মার্কিন ওপেনে তিনি একক দফায় রানার্স-আপ, বিশ্ব পিংপং চ্যাম্পিয়নশীপে তিনি দ্বৈত দফায় পঞ্চম ও এশীয় কাপে পুরুষদের একক দফায় চ্যাম্পিয়ন হন। ১৯৯৮ সালে মালয়েশিয়া ওপেনে তিনি পুরুষদের একক দফায় চ্যাম্পিয়ন, চীন ও লেবানন ওপেনে পুরুষদের একক দফায় রানার্স-আপ হন। ১৯৯৮ সালে আন্তর্জাতিক পিংপং ফেডারেশনের পেশাদার ভ্রাম্যমান প্রতিযোজিতায় তিনি পুরুষদের দ্বৈত দফায় রানার্স-আপ হন। ১৯৯৮ সালে জাতীয় চ্যাম্পিয়নশীপে তিনি দলগত দফায় চ্যাম্পিয়ন, মিশ্র দ্বৈত দফায় চ্যাম্পিয়ন, দ্বৈত দফায় রানার্স-আপ, একক দফায় তৃতীয় হন। ১৯৯৮ সালে বিশ্ব কাপে তিনি পুরুষদের একক দফায় পঞ্চম, এশীয় চ্যাম্পিয়নশীপে পুরুষদের দলগত দফায় চ্যাম্পিয়ন, দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ১৯৯৯ সালে ৪৫তম বিশ্ব পিংপং গেমসে তিনি পুরুষদের একক দফায় রানার্স-আপ ও মিশ্র দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ১৯৯৯ সালে আন্তর্জাতিক পিংপং ফেডারেশন পেশাদার ভ্রাম্যমান প্রতিযোগিতায় তিনি পুরুষদের দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০০ সালে বিশ্ব কাপে তিনি পুরুষদের একক দফায় চ্যাম্পিয়ন হন। ২০০০ সালে ৪৫তম বিশ্ব পিংপং গেমসে তিনি পুরুষদের দলগত দফায় রানার্স-আপ, জাপান ওপেনে পুরষদের একক দফায় রানার্স-আপ, বিশ্ব কাপে পুরুষদের একক দফায় চ্যাম্পিয়ন হন। ২০০০ সালে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশীপে তিনি পুরুষদের দলগত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০০ সালে আন্তর্জাতিক পিংপং ফেডারেশন পেশাদার ভ্রাম্যমান প্রতিযোগিতায় পুরুষদের একক দফায় ও দ্বৈত দফাম তৃতীয় হন। ২০০১ সালে নবয় জাতীয় গেমসে তিনি পুরুষদের একক এবং দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০১ সালে আন্তর্জাতিক ফেডারেশনের পেশাগত টুরে তিনি পুরুষদের একক দফায় চ্যাম্পিয়ন হন। ২০০১ সালে ৪৬তম বিশ্ব পিংপং গেমসে তিনি পুরুষদের দলগত দফায় চ্যাম্পিয়ন এবং একক দফায় তৃতী পেশাদার ভ্রাম্যমান প্রতিযোগিতায় পেশাগত টুরে তিনি পুরুষদের দ্বৈত দফায় চ্যাম্পিয়ন ও বুশান এশীয় গেমসে পুরুষদের দলগত ও দ্বৈত দফায় তৃতীয় হন। ২০০৩ সালে জাতীয় চ্যাম্পিয়নশীপে তিনি পুরুষদের দলগত, মিশ্র দ্বৈত দফায় চ্যাম্পিয়ন ও দ্বৈত দফায় তৃতীয় হন। ২০০৩ সালে ৪৭তম বিশ্ব পিংপং গেমসে মিশ্র দ্বৈত দফায় চ্যাম্পিয়ন, পুরুষদের দ্বৈত দফায় তৃতীয়, চীন ওপেনে পুরুষদের একক ও দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে বিশ্ব কাপে পুরুষদের একক দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে আন্তর্জাতিক পিংপং ফেডারেশন পেশাগত টুরে পুরুষদের দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৪ সালে ৪৭ তম বিশ্ব পিংপং গেমসে পুরুষদের দলগত দফায় চ্যাম্পিয়ন হন।