চিলি দক্ষিণ আমেরিকার দক্ষিণপশ্চিম অঞ্চলে অবস্থিত। চিলির পূর্ব দিকে আনদিস পর্বতমালা । তার পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর । চিলির তটরেখা মোট দশ হাজার কিলোমিটার এবং তার আয়তন মোট ৭.৫ লক্ষ কিলোমিটার। চিলি আমেরিকান মূলভূভাগের সবচেয়ে দক্ষিণ দিকে এবং সাগরের ওপারে অবস্থিত, চিলির জনগণ সবসময় নিজের দেশকে সুদূর দিগন্তের দেশ বলে মনে করেন।
১৮১৮ সালে চিলির স্বাধীনতা ঘোষিত হয়। বর্তমানে চিলির জন সংখ্যা হলো এক কোটি ১৫০ লক্ষেরও বেশী। রাষ্ট্র ভাষা হলো স্প্যানিশ। চিলির রাজধানী সানটিয়াগো চিলির মধ্যাংশে অবস্থিত এবং জন সংখ্যা ৬০.৬ লক্ষ।
চিলির খনিজ ও জলজ সম্পদ ইত্যাদি সম্পদ খুবই ব্যাপক। এগুলোর মধ্যে চিলির তামার খনি খুবই বিখ্যাত। চিলির তামার খনির সংখ্যা বিশ্বের শীর্ষে রয়েছে। এর সঙ্গে সঙ্গে তাম্র সম্পদের উত্পাদন ও রপ্তানির পরিমাণ উভয়ই বিশ্বের প্রথম।
চিলি একটি উন্নয়নমুখী দেশ। খনি শিল্প, বন শিল্পা, মত্স্য শিকার এবং কৃষি হচ্ছে জাতীয় অর্থনীতির চারটি প্রধান শিল্প। চিলি হচ্ছে লাতিন আমেরিকার প্রথম বনজ পণ্য রপ্তানিকারক দেশ এবং বিশ্বের পঞ্চম মত্স্য শিকারী দেশ। চিলি একটি উন্মুক্ত অর্থনীতির দেশ। ২০০৩ সালে রপ্তানি আয় প্রথমবার ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে। ২১.০৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
চিলির ঈস্টার দ্বীপ দক্ষিণপূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দ্বীপে ৬০০টিরও বেশী বিখ্যাত রহস্যময় পাথরের মূর্তি আছে। ১৯৯৬ সালের ফেব্রুয়ারী মাসে ইউনেস্কো এই দ্বীপকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য তালিকাভূক্ত করেছে।
চিলি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকারী দক্ষিণ আমেরিকার প্রথম দেশ। এর সঙ্গে সঙ্গে চিলি চীনের সঙ্গে ডাবলিউটিওতে প্রবেশ সংক্রান্ত আলোচনা সম্পন্নকারী প্রথম আমেরিকান দেশ। ১৯৭০ সালে চিলি আর চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দু'দেশের সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে।
২০০১ সালে সাবেক প্রেসিডেন্ট চিয়াং চেং মিন চিলিতে রাষ্ট্রীয় সফর করেন। দুই প্রেসিডেন্ট দু'দেশের মধ্যে একবিংশ শতাব্দীমুখী দীর্ঘকালীন স্থিতিশীল, পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা সার্বিকভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হন। চিলি লাতিন আমেরিকায় চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। ২০০৩ সালে চীন চিলির তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়েছে। চিলিও লাতিন আমেরিকায় চীনের তৃতীয় বাণিজ্য অংশীদার হয়েছে। ২০০৪ সালের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য ৩.৮৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
|