v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-30 13:58:32    
৩০ নভেম্বর

cri
    মার্কিন লেখক মার্ক টোয়েনের জন্ম

    ১৮৩৫ সালের ৩০ নভেম্বর মার্কিন লেখক মার্ক টোয়েনের জন্ম যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফ্লোরিডা শহরে । ১৮৫১ সালে তিনি ছাপাখানার শ্রমিক হন এবং রসাত্মক গল্প লিখতে শুরু করেন। ১৮৬৩ সালে তিনি লেখক হিসেবে "মার্ক টোয়েন" নাম ব্যবহার শুরু করেন । ১৮৭৫ সালে তিনি আত্মজীবনীমূলক রসাত্মক কাহিনী "মিসিসিপি নদীর অতীত কথা" প্রকাশিত হয় । ১৮৭৬ সালে তাঁর উপন্যাস " টম-সোইয়ার এডভেঞ্চার কাহিনী" প্রকাশ করেন। তা ব্যাপক অল্পবয়সী পাঠকদের মধ্যে সমাদৃত হয়। ১৯১০ সালে তাঁর মৃত্যু হয়।

    চীনের প্রথম জনমত গবেষণাগার প্রতিষ্ঠিত

    ১৯৮৬ সালের ৩০শে নভেম্বর চীনের প্রথম বিশেষ জনমত গবেষণাগার অর্থাত্ চীনের গণ বিশ্ববিদ্যালয়ের জনমত গবেষণাগার পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয় ।

    চীনের অর্থনীতি , রাজনীতি , সমাজ ও সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রের সংস্কার গভীরে যাওয়ার সংগে সংগে জনমতের গবেষণা দিনদিন সমাজের বিজ্ঞানীদের মনোযোগ কাড়ে । এই গবেষণাগার নিয়মিত জনমত জরীপ চালায় , সার্বিকভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের প্রতি সমাজের সদস্যদের মনোভাব ও মতামতের খবর রাখে এবং সরকারী বিভাগ , সংবাদ সংস্থা , সামাজিক সংগঠন ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য পরিসেবা দেয় আর বিভিন্ন বিশেষ বিশেষ বিষয়ের জরীপ চালানোর ভার নেয় ।

    প্রথম বিশ্ব নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা সমাপ্ত

    ১৯৯১ সালের ৩০শে নভেম্বর সন্ধ্যায় প্রথম বিশ্ব নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা কুয়াংচৌ শহরের থিয়েন হো স্টেডিয়ামে আড়ম্বরের সংগে শেষ হয় । সন্ধ্যায় অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় মার্কিন দল ও নরওয়ে দল উভয়ই খুবই তেজের সংগে দ্রুত খেলেছে । প্রতিযোগিতাটি খুবই চিত্তাকর্ষক হয়েছে । অবশেষে মার্কিন দল দুই এক গোলে জয়লাভ করে চ্যাম্পিয়নশীপ কাপ অর্জন করে । নরওয়ে দল রানার্স আপ হয় ।

    প্রতিযোগিতা শেষে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান হাভেলান্জ মার্কিন দলের প্রধানকে স্বর্ণ কাপ প্রদান করেন । আন্তর্জাতিক নারী ফুটবল কমিটির চেয়ারম্যান হাইল্ডগার্ড ও কুয়াংতুং প্রদেশের ভারপ্রাপ্ত গভর্ণর চু সেন লিন যথাক্রমে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ্ দলের সদস্যদের স্বর্ণপদক ও রৌপ্যপদক প্রদান করেন।

    " চীনের এইড্জ রোগ প্রতিরোধ ও চিকিত্সা সমিতি প্রতিষ্ঠা

    ১৯৯৩ সালের ৩০ নভেম্বর " চীনের এইড্জ রোগপ্রতিরোধ ও চিকিত্সা সমিতি পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয় । চীনের রাষ্ট্রীয় পরিষদ এর প্রতিষ্ঠা অনুমোদন করেছে । স্বাস্থ্য মন্ত্রণালয় আর গণ নিরাপত্তা মন্ত্রণালয়ের উদ্যোগে এই সমিতি সংগঠিত হয় ।

কাম্পুচিয়ায় যুক্ত সরকার প্রতিষ্ঠা

    ১৯৯৮ সালের ৩০ নভেম্বর কাম্পুচিয়ার সাধারণ নির্বাচন সমাপ্ত হয়, প্রধানমন্ত্রী হুনসেন এবং স্পীকার রণরিধ পরস্পরকে অভিনন্দন জানিয়েছেন। এই দিন প্রধানমন্ত্রী হুনসেনের নেতৃত্বাধীন দ্বিতীয় কাম্পুচিয়া রাজ্য সরকার অবশেষে কাম্পুচিয়ার জাতীয় সংসদে অনুমোদন পায় এবং আনুষ্ঠানিকভাবে তার প্রতিষ্ঠা ঘোষিত হয় । কাম্পুচিয়ার গোটা সমাজের সকল মহল এবং আন্তর্জাতিক সমাজ কাম্পুচিয়র পরিস্থিতির এই গুরুত্বপূর্ণ অগ্রগতিকে স্বাগত জানিয়েছে।