ইরাকে মোতায়েন যুক্ত বাহিনীর আন্তর্জাতিক সম্মেলন ২৯ নভেম্বর আলবেনিয়ার রাজধানী টিরানায় উদ্বোধন হয়েছে। ইরাকে মোতায়েন ৩৪টি দেশের সামরিক প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন।
এবারকার সম্মেলন মার্কিন বাহিনীর কেন্দ্রীয় সদর দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর সেনাপতি জোর্জ কাসিয় এবং মার্কিন বাহিনীর কেন্দ্রীয় সদর দফতরের সেনাপতি জোন আবিজাইড এই সম্মেলনের সভাপতিত্ব করেছেন। সম্মেলন গোপনে চলছে।
জানা গেছে, সম্মেলনে প্রধানত ইরাকে সম্মুখীন নিরাপত্তার চ্যালেঞ্জ, ইরাকের নিরাপত্তা বাহিনীর অবস্থা, ২০০৬ সাল ইরাকের নিরাপত্তা পরিকল্পনা ও যুক্ত বাহিনীর শীঘ্রই নেয়া ব্যবস্থা, পরবর্তীকালে ইরাকে মোতায়েন যুক্ত বাহিনীর তত্পরতা চালানোর প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।
|