পিপলস ডেইলীর খবরে জানা গেছে, 'ফিলিস্তিনের জনগণকে সমর্থন আন্তর্জাতিক দিবস' স্মরণ সভা নিউইয়র্ক জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও অভিনন্দন তারবার্তা পাঠিয়েছেন।
তারবার্তায় বলা হয়েছে যে, চলতি বছ র ফিলিস্তিন ও ইসরাইলের নেতারা বৈঠক করেছেন। দু'পক্ষের সম্পর্ক অব্যাহতভাবে উন্নত হয়েছে। গাজা ও জর্ডান নদীর পশ্চিম তীরের কিছু এলাকা থেকে ইসরাইল তার সৈন্য প্রত্যাহার করেছে। এটা ফিলিস্তিন-ইসরাইল সমস্যা সঠিক দিকে যাওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতীক। আমরা এর প্রশংসা করি এবং আশা করি, দু'পক্ষ সুযোগ নিয়ে যৌথভাবে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে।
তারবার্তায় আরো বলা হয়েছে, ফিলিস্তিন সমস্যার সমাধানের জন্য দু'পক্ষের রাজনৈতিক ইচ্ছা ও সাহস দরকার। আন্তর্জাতিক সমাজের স্থায়ী ও ন্যায্য সমর্থন ও সাহায্য দরকার। এতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে মধ্য-প্রাচ্য অঞ্চলে যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নের জন্য অব্যাহতভাবে চেষ্টা করতে ইচ্ছুক।
|