২৯ নভেম্বর পেইচিংএ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিও চিয়েন চাও বলেছেন, চীনে কখনও রেন মিন পির বিনিময় হার নিয়ন্ত্রণ নীতি ছিল না। তিনি বলেছেন, চীন স্বদেশের বাস্তব পরিস্থিতি অনুযায়ী, স্বদেশ আর বিশ্ব সমাজের অনুকূল মৌলিকনীতিতে রেনমিনপির বিনিময় হারের নীতি প্রণয়ন এবং বিনিময়ের সংস্কার এগিয়ে নিয়ে যাচ্ছে।
২৮ নভেম্বর কংগ্রেসের কাছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের দেয়া রিপোটে আরেক বার উল্লেখ করা হয়েছে যে , চীন সরকার রেন মিন পির বিনিময় হার নীতি প্রণয়ন করে নি। রেন মিন পির বিনিময় হারে চীন নমনীয়তা দেখানোর যে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর তাকে স্বাগত জানিয়েছে।
|