|
 |
(GMT+08:00)
2005-11-29 21:03:11
|
দূষণের দুর্ঘটনা প্রতিরোধ উপযুক্ত ব্যবস্থা
cri
দূষণের দুর্ঘটনা প্রতিরোধ করার জন্যে ২৮ নভেম্বর চীনের রাষ্ট্রীয় পরিবেশ অধি দফতরের প্রকাশিত একটি জরুরী বিজ্ঞপ্তিতে বিভিন্ন স্থানের পরিবেশ বিভাগুলোর উদ্দেশ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতেবলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে চীনের কয়েকটি জায়গায় পর পর মারাত্মক নিরাপদ উত্পাদনবিঘ্নিতকারী ঘটনা ঘটার পর পরিবেশ দূষিত সৃষ্টি হয়েছে। এটা স্থানীয় সমাজের স্বাভাবিক উত্পাদন , জীবনের শৃংখলতা বিপন্ন করেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্যে চীনের রাষ্ট্রীয় পরিবেশ অধি দফতর স্থানীয় পরিবেশ বিভাগগুলোর উদ্দেশ্যে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
|
|
|