|
জাতি সংঘ মানবাধিকার কমিশনের মারাত্মক নিযার্তন বিষয়ক বিশেষ রিপোটারের চীন সফর অব্যাহত
cri
|
২৯ নভেম্বর পেইচিংএ আয়োজিত একটি সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিও চিয়েন চাও বলেছেন, জাতি সংঘ মানবাধিকার কমিশনের মারাত্মক নিযার্তন বিষয়ক বিশেষ রিপোটার ম্যানফ্রেট নোওয়াক বতর্মানে চীন সফর করছেন। তাঁর সফর অত্যন্ত সুষ্ঠু। মুখপাত্র লিও বলেছেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তিনি চীন সফর করতে এসেছেন। ২১ নভেম্বর চীন পৌঁছানোর পর তিনি পর পর পররাষ্ট্র মন্ত্রণালয়. আইন মন্ত্রণালয় , গণ নিরাপত্তা মন্ত্রণালয় প্রভৃতি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন। তা ছাড়া, তিনি কয়েকটি হাজত পরিদর্শন করেছেন এবং কয়েকটি বে-সরকারী সংস্থার কর্মকর্তা এবং আইনজীবি আর পন্ডিতদের সঙ্গেও কথাবার্তা বলেছেন।পরিকল্পনা অনুযায়ী, তিনি চীনের তিব্বত আর শিংচিয়াংয়ে সফর করতে যাবেন। মুখপাত্র লিও চিয়েন চাও বলেছেন, চীন মনে করে, এ ধরনের মত বিনিময়ের পর দু'পক্ষের মধ্যে সমঝোতা আরও বাড়বে।
|
|