চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ২৯ নভেম্বর পেইচিংয়ে বলেছেন , চীন ও রাশিয়ার সরকার সোং হুয়া নদীর পানি দুষণ ঘটনাকে গুরুত্ব দেয় । দুষণ থেকে সৃষ্ট ক্ষয়ক্ষতি কমানোর জন্য দুটি সরকার পারস্পরিক সহযোগিতা জোরদার করবে । একই দিন অনুষ্ঠিত একটি নিয়মিত সংবাদ সম্মেলনে লিউ চিয়েন ছাও আরো বলেছেন , চীন দু' দেশের সীমান্ত নদীর পানি দুষণ সমস্যা সম্বন্ধে বরাবরই দায়িত্বশীল মনোভাব পোষন করে এবং নদীর নিম্ন অববাহিকার দেশের স্বার্থ বিবেচনা করে । সোং হুয়া নদীতে দুষণ সৃষ্টি হবার পর চীন দুষণ নিয়ন্ত্রনের অনেক ব্যবস্থা নিয়েছে এবং ২৪ নভেম্বর থেকে প্রতি দিন রাশিয়াকে দুষণ পর্যবেক্ষণের রিপোর্ট দিচ্ছে ।
লিউ চিয়েন ছাও আরো বলেছেন , চীন ও রাশিয়া সরকার আশা করে এই ঘটনার দরুণ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি হবে না ।
|