আগামী পয়লা ডিসেম্বর থেকে চীনে রেডিওএক্টিভ উপকরণ আর রে-ব্যবস্থার পরিচালনা জোরদার করার জন্য একটি নতুন আইনবিধি প্রণীতহবে ।
এই আইনবিধিতে স্পষ্টভাষায় লিপিবদ্ধ করা হয়েছে যে , পরিবেশ সংরক্ষণ বিভাগের মাধ্যমে রেডিওএক্টিভ উপকরণ আর রে-ব্যবস্থার ক্ষেত্রে তত্ত্বাবধান আর ব্যবস্থাপনা জোরদার করা হবে এবং তেজস্ত্রিয়তার ঘটনার জরুরী মোকাবিলা আর এ সম্পর্কিত তথ্য প্রকাশের ব্যাপারে বিস্তারিত নিয়মবিধি প্রণয়ন করা হয়েছে । চীনের রাষ্ট্রীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরোর উপ-মহা -পরিচালক ওয়াং ইয়্যু ছিং বলেছেন , এই আইনবিধি চীনের পরমাণু প্রযুক্তির প্রায়োগিক উন্নয়নের জন্য সুগভীর তাত্পর্য সৃষ্টি করবে ।
|