২৯ নভেম্বর চীনের জাতীয় পরিবেশ সংরক্ষন ব্যুরো সূত্রে প্রকাশ , চীন রাশিয়াকে এক সেট বেনজিন জাতীয় দুষণ সৃষ্টিকারী পদার্থ দ্রুত পরীক্ষার সরঞ্জাম দিয়েছে । এই সরঞ্জাম বসানো আর কর্মী প্রশিক্ষণের জন্য চীন কর্মী পাঠাবে । দুষিত পানি ইতিমধ্যে চীন ও রাশিয়ার সীমান্তের হেই লুংচিয়াং নদীতে প্রবেশ করেছে বলে চীন একাধিকবার রাশিয়া পক্ষকে সোং হুয়া নদীর দুষণের অবস্থা জানিয়েছে ।
মিলিতভাবে হেই লুংচিয়াং নদীর পানি পর্যবেক্ষনের জন্য ২৮ নভেম্বর চীন ও রাশিয়ার পরিবেশ সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা হারবিন শহরে বৈঠক করেছেন । বৈঠকে চীন সময়োচিত ও নির্ভুলভাবে রাশিয়াকে সোং হুয়া নদীর পানির গুনমান সম্পর্কিত তথ্য সরবরাহের আশ্বাস দিয়েছে ।
অন্য একটি খবরে বলা হয়েছে , দুষিত পানি নিম্ন-অববাহিকায় প্রবাহিত হওয়ার পর হারবিন শহরের পানির গুনমান অনেক উন্নত হয়েছে ।
|