ক্যানাডার প্রতিনিধি পরিষদে ২৮ নভেম্বর ১৭১-১৩৩ ভোটে বিরোধী পার্টির দেয়া সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে ফলে পল মারটিন সরকার তার ক্ষমতাসীন হওয়ার মাত্র ১৭ মাস পর ক্ষমতা হারিয়েছে।
ক্যানাডার প্রতিনিধি পরিষধের বৃহত্তম বিরোধী পার্টি, অর্থাত রক্ষণশীল পার্টির নেতা স্টিফেন হারপর ২৪ নভেম্বর এই অনাস্থা প্রস্তাব উপস্থাপন করেন। তা অন্য দু'টি বিরোধী পার্টির সমর্থন পেয়েছে। হারপার মনে করেন, নভেম্বর মাসের প্রথম দিকে প্রকাশিত ফেডারেল সাহায্য কেলেংকারী সম্পর্কিত রিপোর্টে ফ্রীডম পার্টির ভেতরে অর্থের অপব্যবহারের ঘটনা ঘটেছে বলে ফাঁস হয়েছে। এর পর ফ্রীডম পার্টির ক্ষমতাসীন থাকার ভিত্তি নেই।
ক্যানাডার আইন অনুসারে মারটিন ২৯ নভেম্বর গভর্নর জেনারেল মাইকেল জিনের কাছে সংসদ ভেঙ্গে দেয়ার অনুরোধ জানিয়েছেন। আগামী জানুয়ারী মাসে সাধারণ নির্বাচন আয়োজিত হবে।
|