v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-29 15:38:34    
বানর রাজা সুন উখোং (১৯)

cri
    অনেকক্ষণ পর আচার্য ভিক্ষু শাকে পাঠালেন চু-কে খোঁজার জন্য । তিনি কি আর করবেন । বনের বাইরে গেলেন বেড়াতে ।

    কিছু দূর যাওয়ার পর আচার্য এক মন্দির দেখতে পেলেন । দরজাটা খোলা । তিনি ভেতরে গিয়ে দেখলেন , পাথরের খাটে শুয়ে আছে এক হিংস্র দানব । বড় বড় দাঁত মুখ থেকে বের হয়ে আছে । ভয়ে আচার্য পালিয়ে যাবেন এমন সময় দানবের ঘুম ভাঙলো । ঐ দানব প্রথমে ছিলো এক গ্রহের রাজা । পৃথিবিতে এসে এখন পিত বসনধারি দানব হিসেবে এই পাহাড় বন সব দখল করেছে । তার নাম খুইমুলাং । চোখ মেলেই সে খুদে দানবদের ডেকে সুয়ান চুয়াংকে ধরার জন্য পাঠালো । আচার্য যে তির্থ যাত্রায় যাচ্ছেন এবং সঙ্গে আরও দুজন শিষ্য আছে সে কথা শুনে দানব মহাখুশি । যাক , তিন জনকেই একসঙ্গে খাওয়া যাবে ।

    ভিক্ষু শা পাটিয়েকে ঘুম থেকে টেনে তুলে বনে ফিরে এলো আবার । কিন্তু আচার্যকে আর খুঁজে পেলোনা । শাহ বললো নিশ্চয় দানবটানব গুরুদেবকে ধরে নিয়ে গেছে । এবং চু-ই তার জন্য দায়ি ।

    তারা আচার্যের ঘোড়ার পিঠে মালামাল তুলে । মন্দিরের কাছেই এলো । বড়ো বড়ো লেখা আছে নাম , ওয়ানজি পর্বত । তার নিচে এক গুহা । দরজাটা বন্ধ । তারা চিত্কার করে বললো , দানবেরা শিগগির আমাদের গুরুদেবকে ছেড়ে দাও । নইলে ভালো হবে না তোমাদের ।

    দানব বেরিয়ে এলো রনমুর্তি নিয়ে । সঙ্গে সঙ্গে চু এবং শা-এর সঙ্গে শুরু হলো তুমুল লড়াই ।

    গুহার ভেরত আচার্য বসে বসে কাঁদ ছিলেন । এমন সময় এক মেয়ে তাঁর কাছে এসে বললো , সে পাওসিয়াং রাজ্যের রাজকুমারি । তেরো বছর আগে পিত বসনধারি দানব তাকে ধরে এনেছে । সে আরও বললো , দয়া করে ভারতবর্ষে যাওয়ার পথে আমার দেশে একটা চিঠি পৌছে দেবেন আমার বাড়িতে । আমি আপনার মুক্তির ব্যবস্থা করবো । সবাইকে উদ্ধার করবো দানবের হাত থেকে ।

    রাজকুমারির সহায়তায় আচার্য দানবের হাত থেকে মুক্তি পেলেন গুহা থেকে । শিষ্যদের সঙ্গে দেখা হলো । তাঁরা আবার যাত্রা শুরু করলেন । পথে পাওসিয়াং রাজ্যে রাজকুমারির চিঠি পৌঁছে দিলেন আচার্য । রাজা আচার্যের পরিচয় পেয়ে খুব সমাদর করলেন । তারপর রাজকুমারিকে উদ্ধারের চিন্তা করলেন । দানব দমনের জন্য ডাকলের রাজ্যের লোকদের । কেউ ভয়ে এগোলো না । শুধু পাচিয়ে এগিয়ে এলো দানব দমনের জন্য । সে দেখালো যে যাদুমন্ত্রে তিরিশ ফুট লম্বা হতে পারে সে । সবাই খুশি হলো তার কথা শুনে ।

    ভিক্ষু শাকে নিয়ে মেঘে চড়ে সে গেলো দানব দমনের জন্য । গুহার দরজায় এসে সে নিড়ানি দিয়ে জোরে মারলো এক ঘা । দানব বেরিয়ে এলে চু রাজকুমারিকে ফেরত চাইলো । অমনি শুরু হলো লড়াই । কিছুক্ষণের মধ্যেই ভিক্ষু শাকে বন্দি করে নিয়ে গেলো দানব । চু পালিয়ে নিজের প্রাণ বাঁচালো ।

    দানব সুন্দর রাজকুমারের বেশে পাওসিয়াং রাজ্যে এসে বিনয়ের সঙ্গে রাজাকে বললো , সে রাজকুমারির স্বামি । রাজা দানবের কথা বিশ্বাস করলেন ।