জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি চাং ই শান ২৮ নভেম্বর ৬০ তম জাতি সংঘ সাধারণ পরিষদে "সমুদ্র ও সমুদ্র আইন" নিয়ে আলোচনা করার সময় আন্তর্জাতিক সমুদ্রের শৃঙ্খলা জোরদার ও রক্ষা করার আহ্বান জানিয়েছেন। যাতে মানবজাতির সমুদ্র বিষয়ক ক্ষেত্রের উন্নয়ন এবং বিশ্বের অর্থনীতির উন্নয়ন ও সমাজের সম্প্রীতি ত্বরান্বিত করা যায়।
তিনি বলেছেন, উন্নয়নমুখী দেশের সমুদ্র বিষয়ক সামর্থ্য প্রতিষ্ঠা হচ্ছে বর্তমান আন্তর্জাতিক সমাজের সম্মুখীন বিশেষ সমস্যা। উন্নয়নমুখী দেশগুলোর সমুদ্র সংরক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সামর্থ্য জোরদার করার জন্য উন্নত দেশের উচিত সক্রিয়ভাবে ন্যায় বিচার ও যথাযথ শর্তে উন্নয়নমুখীদেশগুলোর কাছে সমুদ্র প্রযুক্তি স্থানান্তরিত করা।
তিনি বলেছেন, চীন সরকার সমুদ্র পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার ওপর খুবই গুরুত্ব দেয় এবং জাতিসংঘের কাঠামোয় আঞ্চলিক পর্যালোচনা ও মূল্যায়ন ব্যবস্থা পুরোপুরি ব্যবহার করে বিশ্বের সমুদ্র পরিবেশের নিয়মিত রিপোর্ট ও মূল্যায়নের ব্যবস্থা প্রতিষ্ঠা সমর্থন করে।
|