মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র সিন মেকোমাখ ২৮ নভেম্বর একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত জার্মানী, রোমানিয়া, ইউক্রেন আর বেলজিয়াম এই চারটি ইউরোপীয় দেশ সফর করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে, এই সফরের মাধ্যমে জার্মানীর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ত্বরান্বিত করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশের সম্পর্ক জোরদার করবে।
তিনি আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানীসহ ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতায় সাফল্য অর্জন করেছে। তার মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিরোধের অভিন্ন প্রয়াস, যুদ্ধোত্তর আফগানিস্তান ও ইরাকের পুনর্গঠনের কাজে সাহায্য দেয়া ইত্যাদি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দু'পক্ষ ব্যাপক গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার প্রতিরোধ আর আন্তর্জাতিক সন্ত্রাস দমনের আরো প্রচেষ্টা চালাতে থাকবে। এই সব ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানীর নতুন সরকারের মতামত শুনবে।
|