চীনের কমিউনিষ্ট পাটি 'জাপান-বিরোধী প্রতিরোধ যুদ্ধ চালিয়ে দেশকে বাঁচানোর ঘোষণা' প্রকাশ করে
১৯৩৫ সালের ২৮ নভেম্বর চীনা সৌভিয়েত প্রজাতন্ত্রের কেন্দ্র সরকার এবং চীনের শ্রমিক-কৃষক লাল বাহিনীর সামরিক কমিশন 'জাপান-বিরোধি প্রতিরোধ যুদ্ধ চালিয়ে দেশকে বাঁচানোর ঘোষণা' প্রকাশ করে।
মার্কিন-সৌভিয়েত-ব্রিটেন তেহেরান বৈঠক শুরু
জামানী আর জাপানের ফ্যাসিবাদকে যত তাড়াতাড়ি সম্ভব পরাজিত করা এবং শীঘ্রই যুদ্ধের অবসান ঘটানোর জন্যে ১৯৪৩ সালের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পযর্ন্ত তেহরানে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটেনের প্রধান মন্ত্রী থ্যাচার এবং সৌভিয়েত ইউনিয়নের মন্ত্রী সভার চেয়ারম্যান স্টালিনের মধ্যে বৈঠক হয়। ইতিহাসে এই বৈঠককে ' তেহরান বৈঠক' বলা হয়।
বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল দ্বিতীয়মহা যুদ্ধের সূচনা করা। এই বৈঠকে যুদ্ধোত্তর আন্তর্জাতিক সংস্থা বিষয়ক ব্যাপার নিয়ে মত বিনিময় হয়। দ্বিতীয় মহা যুদ্ধে তেহরান বৈঠক একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তাত্পর্যসম্পন্ন বৈঠক।
ভারতের একটি স্টেডিয়ামে শোচনীয় দুঘর্টনা
১৯৯৫ সালের ২৮ নভেম্বর ভারতের নাগপুর শহরের একটি স্টেডিয়ামে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিতহয়। প্রতিযোগিতা শেষে দশর্করা স্টেডিয়াম থেকে নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার সময় দর্শক গ্যালারী হঠাত ধসে পড়ে। এই দুঘর্টনায় কমপক্ষে ৯ জন নিহত আর ৫০জনেরও বেশী আহত হয়।
মেজর ব্রিটেনের প্রধান মন্ত্রী নিবার্চিত হন
১৯৯০ সালের ২৮ নভেম্বর মেজর ব্রিটেনের প্রধান মন্ত্রী নিবার্চিত হন। ব্রিটেনের কনসার্ভেটিভ পাটির আয়োজিত দ্বিতীয় দফা নিবার্চনে তিনি ব্রিটেনের প্রধান মন্ত্রী নিবার্চিত হন।
যুক্তরাষ্ট্র রণনৈতিক অস্ত্র নিষিদ্ধ চুক্তি মেনে না চলার সিদ্ধান্ত নেয়
১৯৮৬ সালের ২৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে যে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ১৩১টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বাহী বি-৫২ রণনৈতিক বোমারু বিমান মোতায়েন করে। এটা থেকে বুঝা যায়, যুক্তরাষ্ট্র ১৯৭৯ সালে সৌভিয়েত-মার্কিন স্বাক্ষরিত দ্বিতীয় পযার্য়ের রণনৈতিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি লঙ্ঘন করে। ১৯৮৬ সালের ২৭ নভেম্বর একটি সম্মেলনে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট রীগান আর তাঁর রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টারা এই সিদ্ধান্ত নেন।
যুক্তরাষ্ট্রের নভখেয়াযান মিসরের মরুভূমির ভূগভর্স্থ নদী উদ্ধার করে
১৯৮১ সালের ২৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের কলম্বিয়া নভখেয়াযান দ্বিতীয় বার পরীক্ষামূলকভাবে উড্ডয়নের সময় দূর থেকে পযর্বেক্ষণ ব্যবস্থার মাধ্যমে মিসরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমির নীচে তলিয়ে পড়া একটি বিরাটাকারের ভূগর্ভস্থ নদী উদ্ধার করে।
এই উদ্ধার মিসরের বিজ্ঞানবিদদের গভীর কৌতূহলের সৃষ্টি করে।
চীনের কমিউনিষ্ট পাটির অষ্টম জাতীয় কংগ্রেসের ষষ্ঠ পূণার্ঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়
১৯৫৮ সালের ২৮ নভেম্বর চীনের কমিউনিষ্ট পাটির অষ্টম জাতীয় কংগ্রেসের ষষ্ঠ পূণার্ঙ্গ অধিবেশন চীনের নানছাংয়ে অনুষ্ঠিত হয়। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়।
|