চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৮ নভেম্বর পেইচিংয়ে সফররত মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট এনখবায়ারের সঙ্গে বৈঠকের সময় বলেছেন , পারস্পরিক কল্যান ও উভয়ের লাভ বাস্তবায়নের জন্য চীন সরকার শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠানগুলো ও উত্তর-চীনের প্রদেশগুলোকে মঙ্গোলিয়ার সঙ্গে সহযোহিতা করতে উত্সাহ দেয় ।
তিনি আরো বলেছেন , চীন মঙ্গোলিয়ার স্বাধীনতা , সার্বভৌমত্ব ও ভুভাগীয় অখন্ডতা আর মঙ্গেলিয় জনগণের বেছে নেয়া উন্নয়নের পথকে সম্মান করে । চীন মঙ্গোলিয়ার সঙ্গে শীর্ষনেতা ও বিভিন্ন পর্যায়ের সংলাপ ও আদান প্রদান জোরদার করবে এবং শক্তিসম্পদ , যানবাহন ও টেলিযোগাযোগ ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে ।
প্রেসিডেন্ট এনখবায়ার বলেছেন , মঙ্গোলিয়া এক চীনের নীতিতে অটল থাকে এবং চীনের শান্তিপূর্ণ একায়ন ব্রত সমর্থন করে ।
|