তিন দিনব্যাপী পঞ্চম 'সবার জন্যে শিক্ষা'শীর্ষক উচ্চ পর্যায়ের সম্মেলন ২৮ নভেম্বর পেইচিংএ শুরু হয়েছে। চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও ভাষণ দেয়ার সময় বলেছেন, উন্নয়নমুখী দেশগুলোর শিক্ষা ক্ষেত্রে চীনের সাহায্য আরও জোরদার হবে এবং বিশ্বের গণ-শিক্ষার উন্নয়নে চীনের অবদান আরও বাড়বে।
তিনি বলেছেন, ইউনেস্কোযে 'সবার জন্যে শিক্ষা' পরিকল্পনাকে যে প্রাধান্যমূলক প্রকল্প হিসেবে গণ্য করেছে তা বিশ্বের বিভিন্ন দেশ আর বিশ্ব সমাজের আশা-আকাংক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিশ্বজুড়ে গণ-শিক্ষা তরান্বিতকরা এবাবরকার সম্মেলনের লক্ষ্য, নিরক্ষরতা দূরীকরণ আর গ্রামীণ শিক্ষা হল এবারকার সম্মেলনের আলোচ্য বিষয়। এ থেকে বুঝা যায় যে, বিশ্ব সমাজ গ্রামাঞ্চল আর অনুন্নত অঞ্চলগুলোর শিক্ষার উপর গুরুত্ব আরোপ করছে। এবারকার সম্মেলন বিশ্বের সর্বজনীন শিক্ষার উন্নয়নের উপর গুরুত্বপূর্ণপ্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
ইউনেস্কোর উদ্যোগে পঞ্চম 'সবার জন্যে' শিক্ষা ' শীর্ষক উচ্চ পযার্য়ের সম্মেলন চীনে আয়োজিত হয়েছে।সম্মেলন শেষে 'পেইচিং বিজ্ঞপ্তি' আর 'যুক্ত পদক্ষেপ প্রকাশিত হবে।
|