|
|
(GMT+08:00)
2005-11-28 21:13:32
|
চীনা পণ্যের উপর কোটা আরোপ বিশ্ব বিশ্বের অর্থনীতির প্রতিকূল
cri
বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ হানস টীমার ২৮ নভেম্বর পেইচিংএ বলেছেন, চীনের পণ্যের উপর মুষ্টিমেয় উন্নত দেশ যে কোটা আরোপের পদক্ষেপ নিয়েছে তা শুধু যে চীনের অর্থনীতির প্রতিকূল তাই নয় সংশ্লিষ্ট দেশগুলোর স্থানীয় শিল্প-প্রতিষ্ঠানগুলোর বিরোধীতাও পেয়েছে। যেমন চীনা বস্ত্র দিয়ে পোষাক তৈরীকায়ক এমন ইউরোপীয় পোষাক ব্যবসায়ীরা চীনা পণ্য আমদানীর উপর আরোপের বিরোধীতা করেন। তিনি বলেছেন, পাশ্চাত্য দেশের ভোক্তা আর প্রস্ততকারক ব্যবসায়ীরা চীনা পণ্যদ্রব্যের উন্মুক্ত নীতি থেকে মুনাফা পেতে পারেন। সুতরাং চীনের পণ্যের উপর কোটা আরোপ করা হলে তা বিশ্ব অর্থনীতি প্রতিকূল ।
|
|
|