v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-28 21:03:24    
২১---২৮ নভেম্বর,২০০৫

cri
চীনের মানববাহী মহাকাশ প্রকল্প মানব জাতির বৈজ্ঞানিক আর শান্তিপূর্ণ ব্রতের অবদান

২৬ নভেম্বর পেইচিংএ চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন, চীন মানববাহী মহাকাশ প্রকল্প বাস্তবায়নকরা, মহাকাশে বৈজ্ঞানিক পরীক্ষানীরিক্ষা আর প্রযুক্তিগত গবেষণা চালানো পুরোপুরি শান্তির লক্ষ্যে পরিচালিত। তা ছাড়া, এই প্রকল্প হল মানব জাতির বৈজ্ঞানিক আর শান্তিপূর্ণ ব্রতে একটি অবদান।

চীনের 'শেনচৌ' ৬ মানববাহী নভোযানের সাফল্যজনক উড্ডয়ন উদযাপনের জন্যে ২৬ নভেম্বর পেইচিং মহা গণ ভবনে একটি বিরাটাকারের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটি, রাষ্ট্রীয় পরিষদ এবং কেন্দ্রীয় সামরিক কমিশন নভোচারী ফেই চিন লং আর নিয়ে হাই শেনকে 'বীর নভোচারী' পুরষ্কার এবং 'মহাকাশের বীর পদকে' ভূষিত করেছে।উদযাপনী সম্মেলনে হু চিন থাও বলেছেন, বিশাল মহাকাশ মানব জাতির অভিন্ন সম্পদ। মহাকাশে অনুসন্ধান করা মানব জাতির অভিন্ন আশা-আকাংক্ষা। তিনি বলেছেন , মানববাহী নভোযান প্রকল্পে অংশ গ্রহণকারীরা নানা ধরনের বৈজ্ঞানিক অসুবিধা অতিক্রম করেছেন।

মার্কিন প্রেইসিডেন্টের চীন সফর সমাপ্ত

মার্কিন প্রেসিডেন্ট বুশ ২১ নভেম্বর তাঁর তিনদিনব্যাপী চীন সফর শেষ করে তাঁর এশিয়া সফরের শেষ ধাপ--মঙ্গোলিয়া গিয়েছেন ।

চীন সফরকালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও , প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও আলাদা আলাদাভাবে তাঁর সঙ্গে বৈঠক বা সাক্ষাত্ করেছেন । দু'পক্ষ বার্ড-ফ্লু প্রতিরোধ , সন্ত্রাস দমন ইত্যাদি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন এবং ব্যপক ঐক্যমতে পৌঁছেছেন । চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খুং ছুয়েন মনে করেন , বুশের চীন সফরে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে । তা ২১ শতাব্দীতে চীন-মার্কিন গঠনমূলক সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

উল্লেখ্য , চলতি মাসের ১৪ তারিখে বুশ ওয়াশিংটন ত্যাগ করে তাঁর এবারকার এশিয়া সফর শুরু করেছেন । চীন সফরের আগে তিনি জাপান ও দক্ষিণ কোরিয়াও সফর করেছেন ।

চীনঃ জাতিসংঘের পরবর্তী মহাসচিব এশিয় দেশগুলো থেকে নির্বাচিত হওয়া উচিত

চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ২২ নভেম্বর পেইচিংয়ে বলেছেন , চীন মনে করে যে , জাতিসংঘের পরবর্তী মহাসচিব এশীয় দেশগুলো থেকে নির্বাচিত হওয়া উচিত । চীন এশিয়ার সংশ্লিষ্ট দেশগুলো এই বিষয় নিয়ে সংলাপ করবে এবং এক মত হবে বলে আশা করে ।

সংবাদদাতার প্রশ্নের উত্তরে লিউ চিয়েন ছাও বলেছেন , চীন জাতিসংঘের মহাসচিবের প্রার্থী সমস্যার উপর ব্যাপক মনোযোগ দিচ্ছে । মহাসচিবের পদটি বিশ্ব শান্তি সুরক্ষা আর যৌথ উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সুগভীর ভূমিকা পালন করে । গত ৩৪ বছর ধরে এশিয়ার কেউই এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হন নি ।

চীন আন্তর্জাতিক সামুদ্রিক বিষয়াদি সংস্থার A পর্যায় সদস্য রাষ্ট্র হয়েছে

লন্ডনে অনুষ্ঠানরত আন্তর্জাতিক সামুদ্রিক বিষয়াদি সংস্থার ২৪ তম সম্মেলন ২৫ নভেম্বর চীন A পর্যায়ের সদস্য রাষ্ট্র নির্বাচিত হয়েছে, এ নিয়ে চীন ১৯৮৯ সাল থেকে একটানা নয়বার এ সংস্থায় A পর্যায়ের সদস্য রাষ্ট্র নিযুক্ত হয়।

এবারকার সম্মেলনে ব্রিটেনে চীনের রাষ্ট্র দূত জা ফেইসিনও এ সংস্থার সর্বোচ্চ নীতিনির্ণায়ক কর্মনীতি সিদ্ধান্ত পরিষদ সম্মেলনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনিই এ সংস্থার প্রথম চীনা প্রেসিডেন্ট ।

পেইচিং ওলিম্পিক গেমস কমিটি উত্তেজক পদার্থ নিয়ন্ত্রণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে

পেইচিং ওলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ২৩ নভেম্বর চীনের ওলিম্পিক গেমস কমিটির উত্তেজক পদার্থ বিরোধী কমিটি এবং অন্যান্যি সংস্থার সঙ্গে ২০০৮ সালের ওলিম্পিক গেমস উত্তেজক পদার্থ নিয়ন্ত্রণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এটি পেইচিং ওলিম্পিক গেমসের উত্তেজক পদার্থ নিয়ন্ত্রণ কার্যক্রমের প্রস্তুতি সার্বিকভাবে শুরু হওয়ার প্রতীক।

পেইচিং ওলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, ২০০৮ সালের ওলিম্পিক গেমসের সময়ে পেইচিং ওলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি প্রচেষ্টা চালিয়ে ন্যায্য ও যথাযথ উত্তেজক পদার্থ নিয়ন্ত্রণমূলক পরিসেবা দেবে।

শ্রীলংকার প্রেসিডেন্ট নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন

২১ নভেম্বর শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন।

শ্রীলংকার নতুন মন্ত্রিসভার সদস্যরা ২৩ নভেম্বর শপথ গ্রহন করেছেন। এ থেকে প্রতিপন্ন হয়েছে যে, শ্রীলংকার নতুন সরকার আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে।

শ্রীলংকার নতুন মন্ত্রিসভা ২৫জন সদস্য নিয়ে গঠিত। প্রধানমন্ত্রী হচ্ছেন রত্নসিরি বিক্রমনায়েক, প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে প্রতিরক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী মঙ্গল সামারাভিরা এবং পর্যটন মন্ত্রী আনুরা বান্দারনায়েক।

শ্রীলংকার প্রেসিডেন্টঃ শান্তিপূর্ণভাবে জাতীয় বিরোধ নিষ্পত্তির ডাক দিলেন

শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্ট মাহিনদা রাজাপাকসে ২৫ নভেম্বর বলেছেন, তাঁর নেতৃত্বাধীন নতুন সরকার প্রথমেই দেশের শান্তি প্রক্রিয়ার সমস্যা সমাধানের ব্যবস্থা নেবে, যাতে শান্তিপূর্ণ উপায়ে জাতিগত সংঘর্ষ সমাধান করা যায়।

একই দিন জাতীয় সংসদের নতুন অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, জাতিগত সংঘর্ষ সমাধানের উপায় যুদ্ধ হতে পারে না। বৈঠক হচ্ছে শান্তি প্রক্রিয়ার অচলাবস্থা ভেংগে দেয়ার মাত্র উপায়। তিনি বলেন, নতুন সরকার বিভিন্ন পার্টির মধ্যে বিপুল মতৈক্য খুঁজে বের করার মাধ্যমে দীর্ষস্থায়ী শান্তি অর্জন করবে।

তিনি বলেছেন, তিনি তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থার সঙ্গে সরাসরি বৈঠক করবেন এবং ব্যবস্থা নিয়ে সরকার ও টাইগার সংস্থার মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি সংশোধন করবেন।

এশীয় প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাপারে ভারতের প্রস্তাব

ভারতের তেল আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রী মনি শংকর ২৫ নভেম্বর প্রস্তাব উত্থাপন করেছেন, ভবিষ্যতে এশিয়া অঞ্চলের টেকসই, স্থিতিশীল আর নিরাপদ শক্তি সম্পদ সরবরাহ নিশ্চিত করার জন্যে মধ্য-এশিয়া আর রাশিয়া প্রভৃতি তেল উতপাদনকারী দেশ এবং এশিয়ার প্রধান প্রধান তেল ভোক্তা দেশগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী তেল আর প্রাকৃতিক গ্যাসের পাইপ বসাতে হবে। নয়া দিল্লিতে আয়োজিত 'মধ্য-এশিয়া আর উত্তর এশিয়ার তেল উত্পাদনকারী দেশ আর এশিয়ার প্রধান প্রধান তেল ভোক্তা দেশগুলোর মধ্যকার প্রথম গোলটেবিল সম্মেলনে' তিনি এই প্রস্তাব উত্থাপন করেছেন। চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া , তুরস্ক এবং মধ্য-এশিয়ান দেশগুলোর প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে এই প্রস্তাব নিয়ে মতৈক্য অর্জিত হয়েছে।

জানা গেছে, এই আলোচনারত এশিয়ার প্রাকৃতিক গ্যাস নেটওয়ার্কের মোট দৈঘ্য ২০ হাজার কিলোমিটারেও বেশী, এতে ২২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার্র বরাদ্দ করা হবে। এই সরবরাহ ব্যবস্থাবাংলাদেশ ,রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভারত, থাইল্যান্ড, মায়ামান, পাকিস্তান, ইরান এবং মধ্য-এশিয়ান দেশগুলোর সঙ্গে সংযোজিত হবে।

ইরাকী জাতীয় পুনর্মিলন সম্মেলেনের প্রস্তুতিমূলক সম্মেলন সমাপ্ত

তিন দিনব্যাপীইরাকী জাতীয় পুনর্মিলন সম্মেলনের প্রথম প্রস্তুতিমূলক সম্মেলন ২১ নভেম্বর কায়রোয় সমাপ্ত হয়েছে। ইরাকের বিভিন্ন রাজনৈতিক দলের ৬০ জনেরও বেশি প্রতিনিধি বিদেশী বাহিনীর প্রত্যাহার, সশস্ত্র সংস্থা এবং সন্ত্রাসবাদ, রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করা প্রভৃতি সমস্যা নিয়ে আলোচনা করেছেন এবং প্রাথমিক অগ্রগতি অর্জন করেছেন।

সম্মেলনের পর প্রকাশিত চূড়ান্ত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল সর্বসম্মতি ক্রমে আগামী বছরের ফেব্রুয়ারী মাসের শেষ দিকে বা মার্চ মাসের প্রথম দিকে ইরাকে জাতীয় পুনর্মিলন সম্মেলন আয়োজন করতে রাজি হয়েছে। তখন ইরাকের সকল শক্তিকে রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা, ইরাকের সংহতি, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বাস্তবায়িত করা, ইরাকে বিদেশী বাহিনী মোতায়েনের অবসান , ইরাকের ঋণ এবং পুনর্গঠন প্রভৃতি সমস্যা সম্মেলনের প্রধান আলোচ্যবিষয় হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ২২ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন ইরাকের শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়ক যে কোন কার্যক্রমকে স্বাগত জানায়।

দ্বিতীয় 'চীনের শান্তিপূর্ণ একায়ন সংক্রান্ত এশীয় ফোরাম' সমাপ্ত

দ্বিতীয় 'চীনের শান্তিপূর্ণ একায়ন সংক্রান্ত এশীয় ফোরাম' ২৪ নভেম্বর ম্যানিলায় সমাপ্ত হয়েছে।এই ফোরামে অংশ গ্রহণকারী ১৩টি দেশ আর অঞ্চলের তাইওয়ান প্রণালীরদু'পারের শান্তিপূর্ণ একায়ন তরান্বিতকরণ সংগঠনগুলো একটি যুক্ত ঘোষণাপত্রপ্রকাশ করেছে। ঘোষণাপত্রের শিরোনাম হল: 'স্বাধীন তাইওয়ান বিরোধী সকল শক্তিসুসংহত হোক , চীনের শান্তিপূর্ণ একায়ন তরান্বিত হোক'।যুক্ত ঘোষণাপত্রে বলা হয়েছে, তাইওয়ান প্রণালীর দু'পার একীভূত না হলেও চীনের মূল ভূভাগ আর তাইওয়ান একই চীনে অন্তর্ভূক্ত থাকার সত্যতা কোন দিনই পরিবর্তিত হয়নি। তাইওয়ান প্রণালীর দু'পারের স্বদেশীয়দের চীনা জাতি হিসেবে গর্ব করা উচিত। তা ছাড়া, দু'পারের স্বদেশীয়দের জাতির সংহতি আর জাতির মযার্দা আর স্বার্থ রক্ষার দায়িত্বআছে। ঘোষণাপত্রে বলা হয়েছে , তাইওয়ান প্রণালীর দু'পারের স্বদেশীয়দের মধ্যে শত্রুতা সৃষ্টি করা এবং চীনের ভূভাগ থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার ব্যাপারে স্বাধীন তাইওয়ান প্রয়াসী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর জঘন্য তত্পরতার তীব্র বিরোধীতা করা উচিত।

এশীয় সংসদীয় শান্তি সমিতির ষষ্ঠ বার্ষিক সম্মেলন সমাপ্ত

এশীয় সংসদীয় শান্তি সমিতি এএপিপি'র ষষ্ঠ বার্ষিক সম্মেলন ২২ নভেম্বর থাইল্যান্ডের ছাংওয়াট ছোন বুরি প্রদেশের পাট্টায়া শহরে সমাপ্ত হয়েছে। সম্মেলনে পাট্টায়া ঘোষণা গৃহীত হয়েছে।

এবারকার বার্ষিক সম্মেলনের প্রসঙ্গ হলো শান্তি, গণতন্ত্র এবং সংহতি। তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারী এএপিপি'র সদস্য দেশগুলোর প্রতিনিধিরা বলেছেন, ভবিষ্যত্ কাজকর্মে বার্ষিক সম্মেলনের প্রধান প্রধান বিষয় বাস্তবায়ন করা হবে এবং সংলাপ ও সহযোগিতার মাধ্যমে অভিন্ন সমস্যা সমাধান করা হবে।

সম্মেলনেও ২১ নভেম্বর "এশীয় দেশগুলোর মানবাধিকার সনদ" গৃহীত হয়েছে। এতে প্রতিপন্ন হয়েছে যে, এশিয়ার মানবাধিকার ব্রতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

ইরাকের প্রেসিডেন্টের ইরান সফর শেষ

ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি ২৩ নভেম্বর ইরান সফর শেষ করে স্বদেশে ফিরে গেছেন।

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ একইদিনে তেহরানে তালাবানির জন্যে বিদায় সংবর্ধনানুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠানে ইরান সরকার ইরাকের পুনর্গঠনে যে সমর্থন ও সাহায্য দিয়েছে , তালাবানি তার উচ্চ মূল্যায়ন করেছেন। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরাকের নিরাপত্তা তথা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইত্যাদি সমস্যায় ইরান ও ইরাকের মধ্যে ব্যাপক মতৈক্য হয়েছে।

২১ নভেম্বর তালাবানি তেহরানে পৌঁছে ইরান সফর শুরু করেছেন। সফরকালে দু'দেশের প্রেসিডেন্ট বৈঠক করেছেন এবং সার্বিক রণনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রয়াস চালানোর ঘোষণা করেছেন।

মার্কেল জার্মানীর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন

জার্মানির সি.ডি.ইউ. পার্টির চেয়ারম্যান এনগিলা মার্কেল ২২ নভেম্বর জার্মানীর সংসদে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

একই দিন বিকেলে মার্কেল শপথ গ্রহণের পর তাঁর নতুন মন্ত্রীসভার ১৫জন সদস্যও শপথ গ্রহণ করেছেন। এরপর মার্কেলের নেতৃত্বে তাঁরা শার্লটেনবার্গে গিয়ে প্রেসিডেন্ট হোর্স্ট কোলারের হাত থেকে যার যার নিয়োগ পত্র গ্রহণ করেছেন। নতুন সরকারের কাছে কোলার সংস্কার চালানোর শক্তিশালী ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন।