

"শেন চেন" নামক ক্ষেপণাস্ত্র-বাহী ডেস্ট্রয়ার, "ওয়েই শানহু" নামক সাপ্লাই শিপ নিয়ে গঠিত চীনের নৌবাহিনীর একটি নৌবহর ২৮ নভেম্বর সকালে ভারতের পশ্চিমাঞ্চলের কোছি পোতাশ্রয়ে পৌঁছে তার তিন দিন ব্যাপী ভারত সফর শুরু করেছে।
জানা গেছে, তা হচ্ছে চীনের নৌবাহিনীর কোনো নৌবহরের দ্বিতীয় ভারত সফর। একইদিন ভারতীয় নৌবাহিনীর প্রথরী শিপের প্রহরায় চীনের এই নৌবহর ধীরে ধীরে কোছি পোতাশ্রয়ে পৌঁছে। তার পর দু'দেশের নৌবাহিনী পারষ্পরকে স্বাগত জানানোর জন্যে ২১ বার তোপ ধ্বনি করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের নৌবাহিনীর বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান অব্যাহতভাবে জোরদার হচ্ছে।
|