রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের সংসদ নির্বাচন ২৭ নভেম্বর শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে শেষ হয়েছে। ভোটদানের হার প্রায় ৫৭ শতাংশ। আইন অনুসারে প্রয়োজনীয় ২৫ শতাংশ ছাড়িয়ে গেছে বলে তা কার্যকর হয়েছে।
খবরে প্রকাশ, আনুষ্ঠানিক ফলাফল দু বা তিন দিন পর প্রকাশিত হবে।
চেচেন প্রেসিডেন্ট আলু আলখানোভ একইদিন তথ্যমাধ্যমের কাছে বলেছেন, চেচনিয়ার জনগণ খুব ভালোভাবে যার যার নাগরিকদের দায়িত্ব পালন করেছেন বলে তাঁদের অভিনন্দন জানাতে হয়।
চেচনিয়ার আইন প্রয়োগকারী সংগঠন ও কিছু কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক তথ্যমাধ্যমের কাছে বলেছেন, চেচনিয়ার সংসদ নির্বাচনে কোনো গুরুতর আইন লঙ্ঘনমূলক ঘটনা ঘটেনি।
চেচনিয়ার প্রায় ৬ লক্ষ ভোটাদাতার মধ্যে চেচনিয়াস্থ ৩০ হাজারাধিক সৈন্য আছে। এবারকার নির্বাচনের জন্যে স্থাপিত ৪৩০ টি নির্বাচন কেন্দ্রের মধ্যে ২৯ টি সামরিক অঞ্চলে অবস্থিত।
চেচনিয়ার নির্বাচন কমিশন বলেছে, ২৭ জন নারীসহ ৩৪০ জন পদপ্রার্থী চেচনিয়ার সংসদের ৫৮টি আসনের জন্যে প্রতিদ্বদ্বিতা করছেন।
|