শিনহুয়া বার্তসংস্থার একটি খবরে বলা হয়েছে, বর্তমানে টেলিফোনের ব্যবস্থা চালু করা হয়নি এমন বিশ হাজারাধিক প্রশাসনিক গ্রামে টেলিফোন ব্যবস্থা চালু করার লক্ষ্যে চীন আগামী পাঁচ বছরে গ্রামাঞ্চলেটেলিফোন জনপ্রিয়তার হার আর তথ্যায়নের মান আরও উন্নত করার পরিকল্পনা নিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নের পর চীনের সমস্ত গ্রামে টেলিফোন ব্যবস্থা চালু হবে।
গত দু' বছর ধরে, চীনের গ্রামাঞ্চলের টেলিযোগাযোগ অবকাঠামোর নিমার্ন কাজ আরও দ্রুততর হয়েছে। যার ফলে প্রায় ৫০ হাজার অথার্ত ৯৬ শতাংশ প্রশাসনিক গ্রামে টেলিফোন ব্যবস্থা চালু হয়েছে। এর অভিজ্ঞতা পযার্লোচনা করার জন্যে ২৭ নভেম্বর চীনের টেলিযোগাযোগ মহল পশ্চিমাঞ্চলীয় শহর ইয়েআনে একটি সম্মেলন আহ্বান করেছে। চীনের উপ প্রধান মন্ত্রী হুয়াং জিয়ে সম্মেলনে টেলিফোন করে সংশ্লিষ্ট মহলের উদ্দেশ্যে অব্যাহতভাবে গ্রামাঞ্চলের টেলিযোগাযোগ নির্মান কাজে নীতিগত সমর্থন বাড়ানো এবং গ্রামাঞ্চলের টেলিফোন জনপ্রিয়তার মাত্রা আর প্রয়োগের মান অবিরাম উন্নত করার আহ্বান জানিয়েছেন।
|