"শেনচৌ" ৬ মানববাহী নভোযানের প্রতিনিধি দল হংকং সফর শুরু
cri
"শেনচৌ" ৬ মানববাহী নভোযানের প্রতিনিধি দল ২৭ নভেম্বর হংকং পৌঁছে তার তিন দিন ব্যাপী হংকং সফর শুরু করেছে।
সফরকালে প্রতিনিধি দল প্রীতি সম্মিলনীর তত্পরতায় অংশ নেবে, বিজ্ঞান ও প্রযুক্তির রির্পোট সম্মেলন আয়োজন করবে এবং ব্যাপক নাগরিকদের বিশেষ করে যুবক-যুবতীদের সঙ্গে যোগাযোগ ও আদান-প্রদান করবে।