চীনের সঙ্গে ল্যাটিন আ্যমেরিকা ও ক্যারিবিয় অঞ্চলের মৈত্রী সমিতিগুলোর দুই দিনব্যাপী তৃতীয় সম্মেলন ২৬ নভেম্বর বুয়েনোস আইরেসে সমাপ্ত হয়েছে, চীনের সঙ্গে সম্মেলনে ল্যাটিন আ্যমেরিকা ও ক্যারিবিয় অঞ্চলের মৈত্রী ফেডারেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে, এবং ফেডারেশনের সংবিধান গৃহীত হয়েছে।
ফেডারেশনের সংবিধান স্থির করা হয়েছে যে, এ ফেডারেশন একটি মু্নাফা-প্রয়াসী সংস্থা নয়, তার লক্ষ্য হচ্ছে চীনের সঙ্গে ল্যাটিন আ্যমেরিকা আর ক্যারিবিয় অঞ্চলের দেশগুলো শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, বিজ্ঞান-প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রের আদান-প্রদান জোরদার করা। সম্মেলনে ফেডারেশনের নেত্বমন্ডালী নির্বাচিত হয়েছে।
|