আট দিনব্যাপী জাতি সংঘ খাদ্য ও কৃষি সংস্থার ৩৩তম অধিবেশনে ২০০৬ -২০০৭ সালে এই সংস্থারআর্থিক বাজেট আর এই সংস্থার চেয়ারম্যান ডিওফের দাখিল-করা সংগঠনের সংস্কার পরিকল্পনা অনুমোদিত হওয়ার মধ্য দিয়ে ২৬ নভেম্বর এই সংস্থার সদর দফতর রোমায় সমাপ্ত হয়েছে। এই বাজেট অনুসারে ২০০৬ সাল থেকে ২০০৭ সাল পযর্ন্ত খাদ্য ও কৃষি সংস্থার আর্থিক বাজেটের মোটমূল্য৭৬ কোটি ৫৭ লক্ষ মার্কিন ডলার্রে দাঁড়াবে। এই পরিমাণ ২০০৪ সাল থেকে ২০০৫ সাল পযর্ন্ত আর্থিক বাজেটের চাইতে কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এই সংস্থার চেয়ারম্যান ডিওফের উত্থাপিত সংস্কার পরিকল্পনা অনুযায়ী, এই সংস্থার সদর দফতরের সাংগঠনিক পুর্ণবিন্যাস চালানো হবে । এর সঙ্গে সঙ্গে এই সংস্থার কাজকর্মের কার্যকরীতা যাতে বাড়ানো হয় সেই জন্যে প্রশাসনিক অনুমোদন প্রণালী সহজ করা হবে। সংস্কারের পর খাদ্য ও কৃষি সংস্থা বিভিন্ন দেশের সরকারের উপদেষ্টা হিসেবে তার ভূমিকা জোরদার করবে এবং উন্নয়নমুখী দেশগুলোর সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে সাহায্য দেবে।
|