সৌদী আরবের তেল ও খনি সম্পদ বিষয়ক মন্ত্রী আলি আল নাইমি ২৬ নভেম্বর রাজধানী রিয়াদে বলেছেন, ওপেক বরাবরই তেলের স্থিতিশীল ও ন্যায্য দাম বজায় রাখার চেষ্টা করছে, যাতে তেল উত্পাদনকারী দেশ ও তেল ব্যবহারকারী দেশের অভিন্ন স্বার্থ সুরক্ষা করা যায় এবং বিশ্ব অর্থনীতির ভারসাম্য সুনিশ্চিত করা যায়।
নাইমি একইদিন উপসাগরীয় অঞ্চলের সহযোগিতা কমিটির তেল মন্ত্রী সম্মেলনে অংশ নেওয়ার পর সংবাদদাতাদের কাছে বলেছেন, আগামী মাসের মাঝামাঝি সময়ে কুয়েতে অনুষ্ঠিতব্য ওপেকের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এই সংস্থার ধার্য করা তেল উত্পাদনের সর্বোচ্চ সীমা পরিবর্তন করার কথা বিবেচিত হবে না। নাইমি বলেছেন, সৌদী সরকার তেল দামের স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয় এবং আন্তর্জাতিক অশোধিত তেল দামের পরিবর্তন কমানোর জন্যে ব্যবস্থা নিচ্ছে।
নাইমি আরো বলেছেন, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়ার বিভিন্ন কারণ আছে। কিন্তু তার প্রধান কারণ হচ্ছে আন্তর্জাতিক অশোধিত তেল বাজারে তেলের চাহিদা সম্পর্কে প্রচারণার বাড়াবাড়ি এবং তেল শোধনাগার আর তেল শোধনের সামর্থ্যের অভাব ইত্যাদি।
|