সিংহুয়া বার্তা সংস্থার একটি খবরে বলা হয়েছে , বেশী বিষাক্ত পদার্থ সম্বোলিত পানির স্রোত ইতিমধ্যে সোং হুয়া নদীর হারবিন শহর অতিক্রম করে নিম্ন অববাহিকায় প্রবাহিত হচ্ছে । বর্তমানে হারবিন শহরে পানির গুণমান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে ।
২৭ নভেম্বর সকাল দশটার পর্যবেক্ষণ অনুসারে হারবিন থেকে ১০ কিলোমিটার দূরের নিম্ন অববাহিকায় নদীর পানিতে বেনজিন আবিষ্কার করা হয় নি , আরেক দুষণ পদার্থ নিট্রোবেনজিনেরম মাত্রা বিপদের সীমা ছাড়িয়ে যায় নি ।
সোং হুয়া নদী হারবিন শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাওয়ার পানির উত্স । ১৩ নভেম্বর সোং হুয়া নদীর উচ্চ অবকাহিকার একটি রসায়ন শিল্পপ্রতিষ্ঠানে বিস্ফোরণ ঘটার পর নদীর পানি গুরুতরভাবে দুষিত হয়। ২৩ নভেম্বর হারবিন শহরের কলের পানি সরবরাহ বন্ধ করে দেয়া হয় , ২৭ নভেম্বর রাত ১১টা থেকে পানি সরবরাহ আবার শুরু হবে ।
|