২৬ নভেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও শিং চীনস্থ রাশিয়ার রাষ্ট্রদূত রাজোভ সেরগেই এর সঙ্গে সাক্ষাত করার সময়ে চীন সরকারের পক্ষ থেকে চীনের সুংহুয়া নদীর পানি দূষণের অবস্থা এবং চীন সরকারের নেওয়া পদক্ষেপ সম্বন্ধে তাঁকে অবহিত করেছেন । তিনি বলেছেন, চীন সরকার যে কোন সময় রাশিয়া পক্ষকে সহায়তা আর সহযোগিতা দিতে প্রস্তুত।এবারকার পরিবেশের দূষণের গুরুতর দুর্ঘটনা নদীর নিম্ন অববাহিকার রাশিয়ান জনগণের প্রতি সম্ভাবত ক্ষতি এনে দিতে পারবে বলে লি চাও শিং চীন সরকারের পক্ষ থেকে দু:খ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চীন পক্ষ রাশিয়া পক্ষের উদ্বেগ খুব ভাল বুঝে এবং এর উপর গুরুত্ব আরোপ করেছে। দুর্ঘটনা ঘটার পর, চীনের সংলিষ্ট মহল রাশিয়া পক্ষকে দূষণ সম্বন্ধে বেশ কয়েক বার অবহিত করেছে। তা ছাড়া চীন পক্ষ আর রাশিয়া পক্ষ দু'দেশের পরিবেশ সংরক্ষণ মহলের মধ্যে হটলাইন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে সঙ্গে পানির দূষণজনিত ক্ষয়ক্ষতিকমানোর জন্যে চীন পক্ষ সংশ্লিষ্ট পদক্ষেপ নিয়েছে।
রাষ্ট্রদূত রাজোভ সেরগে বলেছেন, এই দুযোর্গ রাশিয়া-চীন দু'দেশের সম্মুখীন অভিন্ন চ্যালেঞ্জ। এই দুযোর্গের পরিণাম দূর করার জন্যে দু'দেশের মধ্যে
যোগাযোগ আর সহযোগিতা জোরদার করা উচিত এবং মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
|