ভারতের তেল আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রী মনি শংকর ২৫ নভেম্বর প্রস্তাব উত্থাপন করেছেন, ভবিষ্যতে এশিয়া অঞ্চলের টেকসই, স্থিতিশীল আর নিরাপদ শক্তি সম্পদ সরবরাহ নিশ্চিত করার জন্যে মধ্য-এশিয়া আর রাশিয়া প্রভৃতি তেল উতপাদনকারী দেশ এবং এশিয়ার প্রধান প্রধান তেল ভোক্তা দেশগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী তেল আর প্রাকৃতিক গ্যাসের পাইপ বসাতে হবে। নয়া দিল্লিতে আয়োজিত 'মধ্য-এশিয়া আর উত্তর এশিয়ার তেল উত্পাদনকারী দেশ আর এশিয়ার প্রধান প্রধান তেল ভোক্তা দেশগুলোর মধ্যকার প্রথম গোলটেবিল সম্মেলনে' তিনি এই প্রস্তাব উত্থাপন করেছেন। চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া , তুরস্ক এবং মধ্য-এশিয়ান দেশগুলোর প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে এই প্রস্তাব নিয়ে মতৈক্য অর্জিত হয়েছে।
জানা গেছে, এই আলোচনারত এশিয়ার প্রাকৃতিক গ্যাস নেটওয়ার্কের মোট দৈঘ্য ২০ হাজার কিলোমিটারেও বেশী, এতে ২২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার্র বরাদ্দ করা হবে। এই সরবরাহ ব্যবস্থাবাংলাদেশ ,রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভারত, থাইল্যান্ড, মায়ামান, পাকিস্তান, ইরান এবং মধ্য-এশিয়ান দেশগুলোর সঙ্গে সংযোজিত হবে।
|