২৬ নভেম্বর পেইচিংএ চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন, চীন মানববাহী মহাকাশ প্রকল্প বাস্তবায়নকরা, মহাকাশে বৈজ্ঞানিক পরীক্ষানীরিক্ষা আর প্রযুক্তিগত গবেষণা চালানো পুরোপুরি শান্তির লক্ষ্যে পরিচালিত। তা ছাড়া, এই প্রকল্প হল মানব জাতির বৈজ্ঞানিক আর শান্তিপূর্ণ ব্রতে একটি অবদান।
চীনের 'শেনচৌ' ৬ মানববাহী নভোযানের সাফল্যজনক উড্ডয়ন উদযাপনের জন্যে ২৬ নভেম্বর পেইচিং মহা গণ ভবনে একটি বিরাটাকারের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটি, রাষ্ট্রীয় পরিষদ এবং কেন্দ্রীয় সামরিক কমিশন নভোচারী ফেই চিন লং আর নিয়ে হাই শেনকে 'বীর নভোচারী' পুরষ্কার এবং 'মহাকাশের বীর পদকে' ভূষিত করেছে।উদযাপনী সম্মেলনে হু চিন থাও বলেছেন, বিশাল মহাকাশ মানব জাতির অভিন্ন সম্পদ। মহাকাশে অনুসন্ধান করা মানব জাতির অভিন্ন আশা-আকাংক্ষা। তিনি বলেছেন , মানববাহী নভোযান প্রকল্পে অংশ গ্রহণকারীরা নানা ধরনের বৈজ্ঞানিক অসুবিধা অতিক্রম করেছেন।
|