চীনের ভূমিকম্প ব্যুরোর সূত্রে জানা গেছে, ২৬ নভেম্বর চীনের দক্ষিণাঞ্চলের চিয়াং সি পদেশে সংঘটিত ভূমিকম্পে বেলা দুটো পর্যন্ত ১৪ জন নিহত এবং অন্য ২০ জন গুরুতর আহত হয়েছে।
২৬ নভেম্বর সকালে ৮টা ৪৯ মিনিটে চিয়াং সি প্রদেশের চিউচিয়াং ও রুই ছাংয়ের মধ্যে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প ঘটেছে। এতে ব্যক্তির হতাহত ছাড়াও, স্থানীয় কিছু পুরানো ঘর ভূমিকম্পে ধ্বসে পড়েছে। কিছু অঞ্চলের টেলি যোগাযোগও ছিন্ন হয়েছিল।
ভূমিকম্প ঘটার পর চীনের ভূমিকম্প ব্যুরো শীঘ্রই জরুরী পরিকল্পনা কার্যকরী করেছে এবং ভূমিকম্পের পরিস্থিতি বিশলেষণ ও গবেষণার জন্যে জরুরী সম্মেলন আয়োজন করেছে। চীনের ভূমিকম্প ব্যুরোর পাঠানো জরুরী কর্ম-গ্রুপ এবং ঘটনাস্থলের কর্ম দল ২৬ নভেম্বর দুপুরে দুর্গত অঞ্চলে পৌঁছে ভূমিকম্প প্রতিরোধ ও ত্রাণ কাজ চালানোর জন্যে স্থানীয় সরকারকে সাহায্য করছে।
|