চীনের বৈজ্ঞানিকদের অনুমান অনুসারে চীনের রাষ্ট্রীয় ভুভাগের ৩.৭৭ শতাংশের জলাভূমি প্রতি বছর ২.৭ ট্রিলিয়ন ইউয়ান মূল্য সৃষ্টি করে । জানা গেছে , জলাভূমি প্রত্যক্ষ মূল্য ও পরোক্ষ মূল্য সৃষ্টি করতে পারে । জলাভূমিতে মাছ , চিংড়ি ও ওষুধ চাষ , খনি সম্পদ ও পানি সম্পদ ব্যবহার আর নৌপরিবহণ থেকে প্রত্যক্ষ মূল্য আসে । প্রাণী সংরক্ষণ , মিঠা পানি রক্ষা , বন্যার পানি ও বৃষ্টির পানি সংরক্ষণ , দর্শনীয় স্থান সংরক্ষণ আর শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষনা থেকে পরোক্ষ মূল্য আসে ।
জলাভূমির মধ্যে আছে নদী , খাল , বিল , জলাধার , পুকুর ও ধানের ক্ষেত ইত্যাদি । জাতি সংঘের একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , এক হেক্টর জলাভূমি প্রতি বছর ১৪ হাজার মার্কিন ডলার মূল্য সৃষ্টি করতে পারে ।
উল্লেখ্য, চীনের জলাভূমির মোট আয়তন তিন কোটি ৮৪.৮ লক্ষ হেক্টর, পৃথিবীতে চীনের স্থান চতুর্থ , এশিয়ায় চীন শীর্ষস্থানে রয়েছে ।
|