|
 |
(GMT+08:00)
2005-11-25 19:20:30
|
দ্বিতীয় 'চীনের শান্তিপূর্ণ একায়ন সংক্রান্ত এশীয় ফোরাম' সমাপ্ত
cri
 দ্বিতীয় 'চীনের শান্তিপূর্ণ একায়ন সংক্রান্ত এশীয় ফোরাম' ২৪ নভেম্বর ম্যানিলায় সমাপ্ত হয়েছে।এই ফোরামে অংশ গ্রহণকারী ১৩টি দেশ আর অঞ্চলের তাইওয়ান প্রণালীরদু'পারের শান্তিপূর্ণ একায়ন তরান্বিতকরণ সংগঠনগুলো একটি যুক্ত ঘোষণাপত্রপ্রকাশ করেছে। ঘোষণাপত্রের শিরোনাম হল: 'স্বাধীন তাইওয়ান বিরোধী সকল শক্তিসুসংহত হোক , চীনের শান্তিপূর্ণ একায়ন তরান্বিত হোক'।যুক্ত ঘোষণাপত্রে বলা হয়েছে, তাইওয়ান প্রণালীর দু'পার একীভূত না হলেও চীনের মূল ভূভাগ আর তাইওয়ান একই চীনে অন্তর্ভূক্ত থাকার সত্যতা কোন দিনই পরিবর্তিত হয়নি। তাইওয়ান প্রণালীর দু'পারের স্বদেশীয়দের চীনা জাতি হিসেবে গর্ব করা উচিত। তা ছাড়া, দু'পারের স্বদেশীয়দের জাতির সংহতি আর জাতির মযার্দা আর স্বার্থ রক্ষার দায়িত্বআছে। ঘোষণাপত্রে বলা হয়েছে , তাইওয়ান প্রণালীর দু'পারের স্বদেশীয়দের মধ্যে শত্রুতা সৃষ্টি করা এবং চীনের ভূভাগ থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার ব্যাপারে স্বাধীন তাইওয়ান প্রয়াসী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর জঘন্য তত্পরতার তীব্র বিরোধীতা করা উচিত।
|
|
|