|
|
(GMT+08:00)
2005-11-25 19:11:07
|
ইইউ চিনি শিল্পের ভাতা ব্যবস্থার উপর সংস্কার চালাতে রাজি হয়েছে(ছবি)
cri
তিন দিনব্যাপী তীব্র আলোচনার পর ২৪ নভেম্বর ইইউয়ের বিভিন্ন দেশের কৃষি মন্ত্রীরা ইইউয়ের পালাক্রমিক চেয়ারম্যান দেশ ব্রিটেন আর ইইউ কমিশনের উপস্থাপিত প্রস্তাব গ্রহণ করতে রাজি হয়েছে। তাঁরা ইইউয়ের চিনি শিল্পের ভাতা ব্যবস্থার উপর মৌলিক সংস্কার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ২২ নভেম্বর থেকে ব্রাসেলসে ইইউয়ের কৃষি আর মত্স মন্ত্রীদের পরিষদের তিন দিনব্যাপী বৈঠক হয়েছে। বৈঠকে চিনি শিল্পের সংস্কার প্রভৃতি বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শুরু হওয়ার সেই দিনে ব্রিটেন ইইউয়ের পক্ষ থেকে চিনি শিল্পে সংস্কারের কর্মসূচী উপস্থাপন করেছেন। কমর্সূচী অনুযায়ী আগামী বছর থেকে পরবর্তী ৪ বছরের মধ্যে চিনির দাম ৩৯ শতাংশ হ্রাস পাবে । বারংবার পরামর্শের পর অবশেষে চিনির দাম ৩৬ শতাংশ কমাবে বলে মতৈক্য পৌঁছানো হয়। ২৪ নভেম্বর বৈঠকের সমাপনী অনুষ্ঠানের পর আয়োজিত একটি সম্মেলনে ব্রিটেন পক্ষের মুখপাত্র বলেছেন, অধিকাংশ সদস্য দেশ এই সংস্কার কর্মসূচী স্বাক্ষর করেছে।
|
|
|