সুংহুয়াচিয়াং নদীর দূষণে কলের পানির সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকা উত্তর-পূর্ব চীনের হারবিন শহরে আধিবাসীদের নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করার জন্য বিবিধ কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে ।
গরীব অধিবাসীদের মাঝে বিনামূলে বা অল্পদামে পানীয় জল বিতরণ করার জন্য হারবিনের স্থানীয় সরকার ৪৮ লক্ষ ইউয়ানের জরুরী অর্থ বরাদ্দ করেছে । শহরের প্রধান পানি সরবরাহ আর নিষ্কাশন শিল্প প্রতিষ্ঠানগুলোও ব্যবস্থা নিয়ে পানি বিশুদ্ধ করার সামর্থ্য বাড়িয়ে দিচ্ছে ।
সুংহুয়াচিয়াং হারবিন শহরের কলের পানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্স । ১৩ নভেম্বর এই নদীর উত্তর দিকে অবস্থিত চিলিন শহরের একটি রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানে বিস্ফোরণ ঘটার পর নদীতে মারাত্মক দূষণ হয়েছে । শহরবাসীদের পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২৩ নভেম্বর থেকে হারবিন শহরে কলের পানির সরবরাহ বন্ধ হয়েছে ।
|