গত কয়েক বছরে চীন বৈদেশিক পুঁজি কাজে লাগিয়ে কয়লা খনির গ্যাস উন্নয়ন ও ব্যবহারের পদক্ষেপ দ্রুততর করছে ।
চীনের কয়লা খনির গ্যাস উন্নয়ন কোম্পানির জেনারেল ম্যানেজার সুং মাও ইউয়ান বলেছেন , চীনা কোম্পানি বিদেশী প্রযুক্তি ও পুঁজির ভিত্তিতে গবেষণা ও উন্নয়নের কাজ চালানো আর বিবিধ নিম্নসুদের ঋণ ব্যবহার ইত্যাদি উপায়ে চীনের কয়লা খনির গ্যাস উন্নয়নের পদক্ষেপ দ্রুততর করেছে । এবছর চীনের এই কোম্পানির ব্যবহৃত বৈদেশিক পুঁজি আড়াই কোটি মার্কিন ডলারে দাঁড়াবে ।
তিনি বলেছেন , ২০১০ সালের শেষ নাগাদ এই কোম্পানির উদ্যোগে কয়লা খনির গ্যাসের বার্ষিক উত্পাদন পরিমান ১ বিলিয়ন কিউবিক মিটারেরও বেশি হবে । এই সব গ্যাস বিদ্যুত উত্পাদনের ক্ষেত্রে ব্যবহার করা হলে বছরে ৩ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুত উত্পাদন করা যাবে ।
|