জাতিসংঘের ভিয়েনা দফতরে চীনের স্থায়ী প্রতিনিধি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের প্রতিনিধি ও রাষ্ট্রদূত উ হাই লোং ২৪ নভেম্বর ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিষদের সম্মেলনে কোরীয় পারমাণবিক সমস্যার ছ'পক্ষীয় বৈঠকের সংশ্লিষ্ট পরিস্থিতি আর চীন পক্ষের অধিষ্ঠান ব্যাখ্যা করেছেন।
তিনি বলেছেন, চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকে গুরুত্বপূর্ণ পর্যায়ের অগ্রগতি অর্জিত হয়েছে এবং উপদ্বীপের পারমাণবিক অস্ত্র মুক্তকরণের লক্ষ্যের ব্যাপারে সবাই একমত হয়েছেন। এর সঙ্গে সঙ্গে প্রথম যুক্ত বিবৃতি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পক্ষ পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের প্রথম পর্যায়ের সম্মেলনে অভিন্ন বিবৃতি বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা চালিয়েছে এবং কিছু প্রস্তাব দিয়েছে। বিভিন্ন পক্ষ প্রতিশ্রুতি বাস্তবায়নের অনুযায়ী অভিন্ন বিবৃতি সার্বিকভাবে অনুসরণ করার কথা আরেক বার ঘোষণা করেছে।
তিনি আরো বলেছেন, আগামী পর্যায়ে বিভিন্ন পক্ষ অভিন্ন বিবৃতি বাস্তবায়নের বাস্তব প্রশ্ন নিয়ে আলোচনা করবে।
|