শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্ট মাহিনদা রাজাপাকসে ২৫ নভেম্বর বলেছেন, তাঁর নেতৃত্বাধীন নতুন সরকার প্রথমেই দেশের শান্তি প্রক্রিয়ার সমস্যা সমাধানের ব্যবস্থা নেবে, যাতে শান্তিপূর্ণ উপায়ে জাতিগত সংঘর্ষ সমাধান করা যায়।
একই দিন জাতীয় সংসদের নতুন অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, জাতিগত সংঘর্ষ সমাধানের উপায় যুদ্ধ হতে পারে না। বৈঠক হচ্ছে শান্তি প্রক্রিয়ার অচলাবস্থা ভেংগে দেয়ার মাত্র উপায়। তিনি বলেন, নতুন সরকার বিভিন্ন পার্টির মধ্যে বিপুল মতৈক্য খুঁজে বের করার মাধ্যমে দীর্ষস্থায়ী শান্তি অর্জন করবে।
তিনি বলেছেন, তিনি তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থার সঙ্গে সরাসরি বৈঠক করবেন এবং ব্যবস্থা নিয়ে সরকার ও টাইগার সংস্থার মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি সংশোধন করবেন।
|