লেবানন সফররত সুদানের প্রেসিডেন্ট মুস্টাফা ওসমান ইসমাইল ২৪ নভেম্বর বৈরুতে বলেছেন, সুলতান লেবানন ও সিরিয়ার মধ্যে মিলন ত্বরান্বিতকরণ সমর্থন করে এবং সিরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সঙ্গে সহযোগিতা করে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রাফিক আল হারিরির হত্যাকান্ডের যথাযথ তদন্ত ত্বরান্বিত করুক, এটা চায়।
একই দিন লেবাননের প্রেসিডেন্ট এমিল লাহুদ, পররাষ্ট্রমন্ত্রী ফাওজি সালুখ পর পর ইসমাইলের সঙ্গে সাক্ষাত করেছেন। বৈঠকের পর ইসমাইল তথ্য-মাধ্যমকে বলেছেন, সুদান লেবানন ও সিরিয়ার মধ্যে সংলাপ ত্বরান্বিতকরণ সমর্থন করে, যাতে হারিরির হত্যাকান্ডের মূলোত্ঘাটনের সব বাধা নির্মূল হয়।
এর সঙ্গে সঙ্গে তিনি বলেন, হারিরির হত্যাকান্ড তদন্ত করা হলো লেবাননে আবার প্রাণনাশ রোধ করার নামান্তর। এটা লেবানন ও সিরিয়া এমনকি আরব বিশ্বের নিরাপত্তা, বিশ্বের শান্তির জন্য কল্যাণকর।
|