আন্তর্জাতিক আনবিকশক্তি সংস্থায় ইরানের প্রতিনিধি ২৪ নভেম্বর ভিয়েনায় তথ্য-মাধ্যমকে বলেছেন, ইরান পারমাণবিক সমস্যায় মতভেদ প্রসঙ্গে রাশিয়ার দাখিলকৃত আপোস-প্রস্তাব বিবেচনা করছে।
তিনি বলেছেন, এবারকার সম্মেলনে আন্তর্জাতিক আনবিকশক্তি সংস্থার পরিষদের কিছু সদস্যদেশের প্রতিনিধিদের ভাষণে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক সমাজে ই ইউ আর ইরানের বৈঠক অব্যাহত রাখার দাবি দিন দিন বাড়চ্ছে। পারমাণবিক সমস্যার অচলাবস্থা ভেংগে দেয়ার জন্য ইরান ই ইউ'র সঙ্গে বৈঠক আবার শুরু করতে প্রস্তুত। কিন্তু বৈঠকের জন্য ইরান কিছু কাঠামো গত শর্ত উপস্থাপন করবে, যাতে বৈঠক অব্যাহত রাখা নিশ্চিত হতে পারে।
|