v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-25 15:51:47    
২৭ নভেম্বর

cri
** চীনের নির্মিত প্রথম দশ হাজারটনী জাহাজ পানিতে নামানো হয়েছে

    ১৯৫৮ সালের ২৭শে নভেম্বর উত্তরপূর্ব চীনের তালিয়েন জাহাজ নির্মাণ কারখানায় নির্মিত প্রথম দশ হাজার-টনী সামুদ্রিক মালবাহী জাহাজ পানিতে নামানো হয়েছে । চীনের যোগাযোগ মন্ত্রণালয় এই সামুদ্রিক মালবাহী জাহাজকে "ইউয়েচিন" নামে ভূষিত করেছে । চীনা শব্দ "ইউয়েচিন"-এর অর্থ উলম্ফন বা দ্রুত অগ্রগতি ।

    সোভিয়েত ইউনয়ন এই দশ হাজারটনী জাহাজটির ডিজাইন করেছে, তখনকার হিসেবে জাহাজের অবয়ব অতি প্রকাণ্ড । জাহাজটির সুবিশাল কাঠামো ১৯৫৮ সালের ১লা অক্টোবর--চীনের জাতীয় দিবসের প্রাক্কালে আনুষ্ঠানিকভাবে জাহাজনির্মাণের বিশেষ বার্থে স্থাপন করা হয় , ২৭ শে নভেম্বর তারিখে নির্মিত জাহাজ বার্থ থেকে পানিতে নামানোর আগে মাত্র ৫৮ দিনের মধ্যেই বার্থে জাহাজটি নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে । এই গতি খুবই দ্রুত বলে গণ্য করা হয় । ঐতিহাসিক তথ্য থেকে জানা গেছে , শতাধিক বছরের জাহাজ নির্মাণের ইতিহাস-সম্পন্ন ব্রিটেনে জাহাজনির্মাণের বার্থে জাহাজ নির্মাণের মেয়াদ সাধারনত ৬ মাস ; বর্তমানে জাপান হলো সবচেয়ে দ্রুত গতিতে জাহাজ নির্মাণ করতে পারে এমন দেশগুলোর অন্যতম । এই জাপান দেশেও দশহাজারটনী মালবাহী জাহাজ বার্থে নির্মাণ করতে সময় লাগে অন্তত ৩ মাস ।

    চীনের এই প্রথম দশ হাজার টনী সামুদ্রিক মালবাহী জাহাজ সবচেয়ে নতুন প্রযুক্তির সরঞ্জামে সুসজ্জিত । জাহাজটি ১৬৯.৯ মিটার লম্বা, জাহাজটি ১৩৪০০ টন মাল পরিবহণ করতে পারে, জাহাজটির ডিস্প্লেসমেণ্ট ২২১০০ টন, এই জাহাজ বরফ-জমা জলসীমায়ও বরফ ভাঙ্গতে ভাঙ্গতে এগিয়ে চলতে পারে । জাহাজের সাজসরঞ্জাম পুরোপুরিই যন্ত্রায়নভিত্তিক ও স্বয়ংক্রীয় । জাহাজটির গতি খুবই দ্রুত । জাহাজটি সাংহাই থেকে রওয়ানা হলে সরাসরি বিশ্বের সকল প্রধান বন্দরে গিয়ে পৌঁছতে পারে, মাঝপথে অতিরিক্ত জ্বালানি ভরার জন্য অন্য কোনো বন্দরে ভিড়তে হয় না ।

** চিয়াং জেমিন ও দুমাইয়ের বৈঠক

    ১৯৯৫ সালের ২৭ নভেম্বর সকালে চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট চিয়াং জেমিন মহা গণ ভবনে সফররত ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দুমাইয়ের সঙ্গে বৈঠক করেন। দুপক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থজড়িত সমস্যা নিয়ে গভীরভাবে মত বিনিময় করেন এবং ব্যাপক ঐক্যমত অর্জিত হয়।

    চিয়াং জেমিন বলেন, চীনের কমিউনিস্ট পার্টি ও সরকার ভিয়েতনামের সঙ্গে দু দেশের সম্পর্কের উপর গুরুত্ব দেয়, চীন-ভিয়েতনামের সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব ও পারস্পরিক উপকারিতামুলক সহযোগিতার সম্পর্ক অব্যাহতভাবে সুসংবদ্ধ এবং জোরদার করা দুদেশের পার্টি ও দুদেশের জনগণের অভিন্ন আশা আর মৌলিক স্বার্থের পুরোপুরি অনুকূল , আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক এবং মানবজাতির অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

** ব্রাজিলের রাজধানীতে সহিংস ঘটনা

    ১৯৮৬ সালের ২৭ নভেম্বর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় ব্যাপক হিংসাত্মক ঘটনা হয়। এটা " ব্রাজিলের রাজধানীর ইতিহাসে বৃহত্তম ফিল্ড অপারেশন" বলে অনেকের ধারণা। পুলিশ সুত্রে জানা গেছে, এই সংঘর্ষে ৩৩টি গাড়ি বিধ্বস্ত হয়, ১০০ জনেরও বেশি পুলিশ আহত হয়।