শ্রীলংকার নব-নির্বাচিত প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে ২৪ নভেম্বর শ্রীলংকার সংসদের সকল রাজনৈতিক পার্টির উদ্দেশ্যে সরকার-বিরোধী সশস্ত্র তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থার সঙ্গে শান্তি আলোচনার অধিষ্ঠান প্রণয়ন করার জন্য মিলিতভাবে আলাপ-আলোচনা করার আহ্বান জানিয়েছেন।
একই দিনে শ্রীলংকা সরকারের মুখপাত্র আনুরা প্রিয়দর্শনইয়াপা বলেছেন, রাজাপাকসে সংসদের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এ বিষয়ে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি তাঁদের সঙ্গে মিলিতভাবে শ্রীলংকার অভ্যন্তরীণ শান্তি অর্জনের পদ্ধতি নিয়ে আলোচনা করতে চান।
রাজাপাকসে ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শ্রীলংকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহন করেছেন। তাঁর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে, যদি তিনি নির্বাচিত হন, শপথ গ্রহণের তিন মাসের মধ্যে বিভিন্ন রাজনৈতিক পার্টির সঙ্গে বৈঠক করবেন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব টাইগার সংস্থার সঙ্গে শান্তি আলোচনার প্রক্রিয়া আবার শুরু করা যায়।
|