চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ২৪ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন এবং পাকিস্তানের নৌ বাহিনী আরব সাগরে অপ্রথানুগ নিরাপত্তা ক্ষেত্রের মহড়ার আয়োজন করবে। এটা হচ্ছে আরব সাগরে চীন ও পাকিস্তানের নৌ বাহিনীর এই রকম প্রথম যৌথ সামরিক মহড়া ।
একই দিনে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে লিউ চিয়ান ছাও ব্যাখ্যা করেছেন, একটি ক্ষেপণাস্ত্রবাথী ডেস্ট্রযার এবং একটি সার্বিক ডিপো জাহাজ নিয়ে গঠিত চীনের নৌবহর সেদিন পাকিস্তান সফর শেষ করার পর পাকিস্তানের নৌ বাহিনীর সঙ্গে আরব সাগরে যৌথ সামরিক মহড়া করবে। এবারকার মহড়ার প্রধান বিষয়বস্তু হবে যৌথভাবে উদ্ধার করা।
|