চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ২৪ নভেম্বর পেইচিংয়ে বলেছেন , সুংহুয়াচিয়াং নদীর দূষণ সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলা করার জন্য চীন আর রাশিয়া ঘনিষ্ঠভাবে সহযোগিতা চালাবে ।
তিনি বলেছেন , এই দূষণের ঘটনা রাশিয়ার জন্য যে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ডেকে আনবে , চীন তার ওপর খুব মনোযোগ দিচ্ছে । চীন রাশিয়াকে সুংহুয়াচিয়াংয়ের দূষণ সম্বন্ধে কয়েকবার অবহিত করেছে । চীন বিবিধ ইতিবাচক ব্যবস্থা নিয়ে নদীর দূষণের ত্বত্তাবধান, নিয়ন্ত্রণ আর জরীপের কাজ করছে , যাতে দূষণ- সৃষ্ট ক্ষয়ক্ষতি ন্যূনতম মাত্রায় নিয়ন্ত্রণে আনা যায় ।
|