v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-24 19:16:27    
২৬ নভেম্বর

cri
** সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠা

 ১৯৯০ সালের ২৬ শে নভেম্বর রাষ্ট্রীয় পরিষদের অর্পিত ক্ষমতা বলে চীনের গণব্যাংকের অনুমোদনক্রমে সাংহাই স্টক এক্সচেঞ্জ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে । এটা নয়াচীন প্রতিষ্ঠিত হবার পর দেশের মূলভূভাগে প্রতিষ্ঠিত প্রথম স্টক এক্সচেঞ্জ ।

 এর প্রতিষ্ঠার দিনে সাংহাই , শানতোং, চিয়াংসি, আনহুই, চেচিয়াং, হাইনান, লিয়াওনিং ইত্যাদি জায়গার ২৫টি স্টক এক্সচেঞ্জ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সাংহাই স্টক এক্সচেঞ্জের সদস্য হয়েছে এবং আলাদা আলাদাভাবে কাজ শুরু করেছে । তাদের মধ্যে রয়েছে : পেশাগত এজেণ্ট ,পেশাগত স্বনিয়োজিত ব্যবসায়ী, তত্ত্বাবধানকারী এজেণ্ট এবং স্বনিয়োজিত ব্যবসায়ী ইত্যাদি । স্টক এক্সচেঞ্জের লেনদেনের পদ্ধতি ছিল স্পট ট্রানজ্যাক্শন অর্থাত্ তাত্ক্ষণিক নগদ লেনদেন । ফিউচারস ট্রানজ্যাকশন অর্থাত্ প্রতিশ্রুত সময়ভিত্তিক লেনদেন ছিল না । স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠার প্রথম দিকে স্টকের আওতাভুক্ত ছিল রাষ্ট্রীয় বণ্ড্ , শিল্পপ্রতিষ্ঠানের বণ্ড এবং ব্যাংকিং বণ্ড বা ঋণপত্র লেনদেন । এগুলো হলো স্টক এক্সচেঞ্জের প্রধান কাজ, একই সময়ে শেয়ারের লেনদেনও চালানো হয় । পরে ধাপে ধাপে ঋণপত্র ও শেয়ার লেনদেন উভয়কেই সমান গুরুত্ব দেয়া শুরু হয় ।

 ১৯শে ডিসেম্বর সকালে সাংহাই স্টক এক্সচেঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন হয় । সাংহাই মহানগরের তখনকার মেয়র চু রোংচি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সাংহাই স্টক এক্সচেঞ্জের ডিরেক্টরস বোর্ডের চেয়ারম্যান লি রুইসিয়াং -এর নির্দেশে জেনারেল ম্যানেজার ওয়েই ওয়েন-ইউয়েন স্টক এক্সচেঞ্জভবনের প্রধান হলঘরে হাতুড়ি দিয়ে আঘাত করে আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করার কথা ঘোষণা করেন । আধা ঘণ্টা পর সেদিনের ব্যবসার প্রথম পর্বশেষে ৪৯ টি লেনদেন সমাপ্ত হয়েছে , সেগুলোর মোটমূল্য ছিল ৫৮,৭৯,০০৮ ইউয়ান ।

 ১৯৯২ সালে তেং সিয়াওপিংয়ের দক্ষিণাঞ্চল পরিদর্শনের পর থেকে স্টক এক্সচেঞ্জের ব্যবসা সরগরম হয়ে উঠে । সেই বছরের ২১শে মে পর্যন্ত সাংহাই এক্সচেঞ্জের লেনদেনের দাম পুরোপুরি উন্মুক্ত হয়েছে , বাজারভিত্তিক পরিচালনানীতি চালু হয়েছে , ফলে ২১শে থেকে ২৩শে মে পর্যন্ত শেয়ারের দাম একটানা বেড়ে যায়, এবং এমনি ৩ দিনের মধ্যেই ৫৭০ শতাংশ বেড়েছে , এইদিনই চীনের শেয়ার মার্কেটের সত্যিকারের জন্মদিন বলে অনেকের ধারণা ।

**এশিয়া অলিম্পিক পরিষদ প্রতিষ্ঠিত

 ১৯৮১ সালের ২৬ নভেম্বর এশিয়ার ক্রীড়া সংস্থা--এশিয়া অলিম্পিক পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ঘোষণা করে। এর পূর্বসূরী সংস্থা ছিল ১৯৪৯ সালে নয়া দিল্লীতে প্রতিষ্ঠিত এশিয়া যৌথ ক্রীড়া সম্মেলন। এর সদরদফতর হচ্ছে কুওয়েত । এশিয়ার অলিম্পিক পরিষদ হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও এশিয়ার বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির সেতু, এবং এশিয়ার ক্রীড়া প্রতিযোগিতার সংগঠক। এর প্রধান তত্পরতা হচ্ছে চার বছর অন্তর একবার করে এশিয়া খেলোয়াড় সম্মেলন আয়োজন। মোট ৩৬টি সদস্য দেশ ও অঞ্চলের সমিতিগুলোর সর্বোচ্চ ক্ষমতা সংস্থা এই পরিষদ।

** পণ্ডিত ফেং ইয়ৌলানের মৃত্যু

 ১৯৯০ সালের ২৬ নভেম্বর বিখ্যাত পণ্ডিত ফেং ইয়ৌলান পেইচিংয়ের মন্ত্রী হাসপাতালে মারা যান। তাঁর আত্মীয়স্বজন ও পেইচিং বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষকরা তাঁর মৃত্যুর আগে তাঁর ৯৫ তম জন্মদিবস পালনের অনুষ্ঠানের জন্য শিক্ষামূলক আলোচনা সম্মেলন আয়োজনের প্রস্তুতি নেন।