চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ২৪ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, ফ্রান্স, স্লোভাকিয়া, পর্তুগাল এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীদের আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও আগামী মাসের ৪ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই পাঁচটি দেশে আনুষ্ঠানিক সফর করবেন এবং কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ানের ধারাবাহিক শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন।
লিউ চিয়ান ছাও বলেছেন, ওয়েন চিয়া পাও'র পর্তুগাল সফর হচ্ছে ১৩ বছরে চীনের কোন প্রধানমন্ত্রীর প্রথম পর্তুগাল সফর। তিনি পর্তুগালের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করবেন এবং পর্তুগালের সঙ্গে গুরুত্বপূর্ণ সহযোগিতা দলিল স্বাক্ষর করবেন। ফ্রান্স সফরকালে ওয়েন চিয়া পাও ফ্রান্সের প্রেসিডেন্ট , প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মহলের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত্ করবেন। চীন ও ফ্রান্স গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক প্রকল্প স্বাক্ষর করবে। কুয়ালালামপুরে ওয়েন চিয়া পাও নবম চীন-আসিয়ান শীর্ষ সম্মেলন, নবম আসিয়ান এবং চীন , জাপান ও দক্ষিন কোরিয়ার শীর্ষ সম্মেলন এবং প্রথম পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন প্রভৃতি সম্মেলনে উপস্থিত থাকবেন।
|